দেবহাটায় পদায়নের আদেশ পেলেন আশাশুনির ইউনএনও ইয়ানুর রহমান
দেবহাটা প্রতিনিধি:
যোগদানের আগেই বারবার বদলে যাচ্ছে দেবহাটার ইউএনও। বৃহষ্পতিবার দেবহাটার সবচেয়ে আলোচিত টপিক ছিল বারবার উপজেলা নির্বাহী অফিসার বদলের খবর। এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর বদলীর পর এনিয়ে পরপর তিনজন ইউএনও পদায়ণের পৃথক প্রজ্ঞাপন জারি করলো খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়। জীবননগরের ইউএনও রোকুনুজ্জামান ও খুলনায় ন্যস্ত বান্দরবান সদরের সাবেক এসিল্যান্ড এবং সর্বশেষ ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারি কমিশনার হিসেবে কর্মরত থাকা তাসনীম জাহানের পর বৃহষ্পতিবার বিকেলে আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ানুর রহমানকে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের আদেশ সম্বলিত নতুন প্রজ্ঞাপন জারি করে বিভাগীয় কমিশনারের কার্যালয়। ইয়ানুর রহমানের বাড়ি যশোর জেলায়, তিনি বিসিএস ৩৪ ব্যাচের একজন অফিসার। ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে তিনি দেবহাটার পার্শ্ববর্তী উপজেলা আশাশুনিতে নির্বাহী অফিসার হিসেবে কর্মরত আছেন। এদিকে বারবার দেবহাটার উপজেলা নির্বাহী অফিসার বদলের ঘটনায় জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন।