শ্যামনগরে প্রতিষ্ঠানের ঘরে লোক তুলে জবর দখলের অভিযোগ
শ্যামনগর প্রতিনিধি:
সাতক্ষীরা আদালতে ফৌ: কা: বি: ১৪৫ ধারা মোতাবেক পিটিশন ১০২৩/২৩ (শ্যাম) মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উভয় পক্ষ জমিতে যেতে পারবেন না ৷ কিন্তু আইনকে অমান্য করে সামছুর রহমান গায়ের জোরে রিডা প্রাইভেট হাসপাতালের জমি জবর দখলের চেষ্টার অভিযোগ উঠেছে ৷
অভিযোগ সূত্রে জানাগেছে যে, উপজেলার নকিপুর মাজাট গ্রামের মৃত জহুরুল গাজীর ছেলে আব্দুল্লাহ আল মামুন ভুরুলিয়া ইউনিয়নের জে.এল ২২ নং, ৩১১ বি.এ.স ৬৮৭ নং খতিয়ানে ০.১৮৫০ একর জমি রেজিস্ট্রি কোবলা মূলে ঘর নির্মান করেন ৷ পরে পাকা প্রাচীর করে গাছগাছালির রোপন করেন ৷ জমিটিতে রিডা প্রাইভেট হাসপাতালের ভবন নির্মানে কার্যক্রম অব্যহত রয়েছে ৷ জায়গাটি দীর্ঘদিন ফাঁকা দেখে একুই এলাকার প্রভাবশালী মৃত নেদু মাঝির ছেলে সামছুর রহমান ১৭ জুন ২০২৩ তারিখ সকাল ৮ টার দিকে সামছুর রহমান ও তার সহযোগীরা ঘরে রিডা প্রাইভেট হাসপাতালের স্ট্যাফ উপজেলার কাঁচড়াহাটীনন্দী গ্রামের মোঃ কুদ্দুসের স্ত্রী তানজিলা বেগম, চন্ডিপুর গ্রামের পিন্টু সরদারের মেয়ে আলেয়া বেগমকে মারধর করে বাইরে বের করে দেন এবং ঘর দখল করে নেন ৷ বিষয়টি নিয়ে আব্দুল্লাহ আল মামুন শ্যামনগর থানায় একটি লিখিত অভিযোগ দেন ৷ অভিযোগের প্রেক্ষিতে শ্যামনগর থানার এসআই খবির স্বরজমিনে গিয়ে বিষয়টি সমাধানের জন্য ও শান্তিপূন্ন মিমাংসা করার পরামর্শ দেন ৷
অভিযুক্ত সামছুর রহমান বলেন, কোন আমলের কাগজ নিয়ে জমি কিনেছে জানি না ৷ তবে কাগজপত্র অনুযায়ী জমিটি আমার ৷ জমিটি আমার ভিটার সাথে ৷ এমপি মহোদয় পরশু (বৃহস্পতিবার) বসার কথা বলেছেন ৷ এমপিই ওয়াল ইন ওয়ান ৷