“গ্রামীণ ব্যাংক কালিগঞ্জের নলতা শাখায় গাছের চারা বিতরণ করলেন যোনাল ম্যানেজার বাবর আলী”
প্রভাষক মনিরুজ্জামান (মহসিন), নলতা:
‘গাছে গাছে ভরবো দেশ আসবে দেশে সবুজ ছায়ার পরিবেশ’- এ স্লোগানকে সামনে রেখে
সারাদেশে গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে ২০২৩ সালে ২০ কোটি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপনের কর্মসূচী গ্রহণ করা হয়েছে বলে প্রাপ্ত উৎস থেকে জানা গেছে।
এরই অংশ হিসেবে ২১ জুন বুধবার বেলা ২ টায় গ্রামীণ ব্যাংক খুলনা যোনাল অফিসের আওতায় গ্রামীণ ব্যাংক সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলাধীন নলতা শাখায় ব্যাংকের কিছু সদস্যদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
গ্রামীণ ব্যাংক নলতা কালিগঞ্জ শাখার ব্যবস্থাপক এফ এম রবিউল ইসলাম এর সভাপতিত্বে সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন গ্রামীণ ব্যাংক খুলনা যোনাল ম্যানেজার মো: বাবর আলী।
এ সময় বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- গ্রামীণ ব্যাংক খুলনা যোনাল অডিট অফিসার আবুল বশার শিকদার, গ্রামীণ ব্যাংক কালিগঞ্জ এরিয়া ম্যানেজার মো: আলমগীর হোসেন, প্রভাষক ও সংবাদকর্মী মো: মনিরুজ্জামান (মহসিন), দৈনিক দৃষ্টিপাতের বিশেষ প্রতিনিধি মো: রফিকুল ইসলাম, গ্রামীণ ব্যাংক নলতা শাখার বিভিন্ন অফিসার, স্টাফ, গাছের চারা গ্রহণকারী সদস্যবৃন্দ সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, বিতরণকৃত গাছের চারার মধ্যে ছিল- আম, আমড়া, কদবেল ও লেবুর চারা।
Please follow and like us: