শ্যামনগরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত
শ্যামনগর প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগরের ঐতিহ্যবাহী গোপালপুর শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের উদ্যোগে শ্রী শ্রী জগন্নাথ বলদেব শুভদ্রা মহারাণীর শুভ রথযাত্রা মহোৎসব -২০২৩ উপলক্ষ্যে রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মূর্তি মন্দির বাহিরে সর্বসমক্ষে বাহির করা হয়। তারপর একটি সুসজ্জিত সুবৃহৎ রথে বসিয়ে দেবতাদের পূজা সম্পন্নপূর্বক রথের সাথে সংযুক্ত লম্বা দড়ি (রশি) টানার অংশীদার হওয়ার জন্য হাজার হাজার ভক্ত ভিড় করে।তিন দেবতাকে হরিতলা মন্দিরে জগন্নাথদেবের মাসির বাড়ি নিয়ে যাওয়া হয়।
২০ই জুন মঙ্গলবার বিকাল ৩টায় আন্তর্জাতিক ইসকন সংঘের আয়োজনে ঐতিহ্যবাহী গোপালপুর শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির থেকে হাজার হাজার ভক্ত শ্রী শ্রী জগন্নাথ দেবের রথটি টেনে ( জগন্নাথ দেবের মাসির বাড়ি) হরিতলা সর্বজনীন মন্দিরে নিয়ে রাখে সাত দিন সেখানে অবস্থান করার পর সেখান থেকে উল্টো রথযাত্রা জগন্নাথ দেব বাড়ি ফিরবে।
ঐতিহ্যবাহী গোপালপুর শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরের অধ্যক্ষ শ্রীপাদ কৃষ্ণসখা দাস ব্রহ্মচারীর পরিচালনায় জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠান উপস্থিত ছিলেন সাতক্ষীরা -৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস.এম জগলুল হায়দার, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল হক দোলন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্যামনগর উপজেলা শাখার সভাপতি রবীন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কৃষ্ণপদ মন্ডল, বাংলাদেশ হিন্দু পরিষদ শ্যামনগর উপজেলা শাখার উপদেষ্টা শিক্ষক রঞ্জিত দেবনাথ, আহবায়ক অনাথ মন্ডল, সদস্য সচিব উৎপল মন্ডল, হিন্দু মহাজোট শ্যামনগর উপজেলা শাখার সভাপতি এ্যাডভোকেট স্বপন কুমার মন্ডল প্রমুখ।
Please follow and like us: