প্রবাসে  গিয়ে লাশ হয়ে ফিরলেন কলারোয়ার সাবেক কলেজ শিক্ষক হাফিজুর

কলারোয়া প্রতিনিধিঃ

পরিবারের স্বচ্ছলতা ফেরাতে দালালের খপ্পরে পড়ে প্রবাসে  গিয়ে লাশ হয়ে ফিরেছেন হাফিজুর রহমান(৪২)  নামে এক সাবেক কলেজ শিক্ষক। গত বৃহস্পতিবার গভীর রাতে সৌদি আরবের জেদ্দা শহরের একটি ভবন থেকে নিহতের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।নিহত ওই কলেজ শিক্ষক কলারোয়া উপজেলার কৃপারামপুর গ্রামের রুস্তম আলী সানার ছেলে ।তিনি ২০০৮সাল থেকে কলারোয়ার বামন খালী এলাকা  ইজ্ঞিনিয়ার শেখ মুজিবর রহমান কলেজের ম্যানেজমেন্ট শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন বলে জানা গেছে। এদিকে  মৃত্যুর আগে বাঁচার জন্য চিরকুট লিখে  সাহায্য চেয়ে  আকুতি জানিয়েছিলেন ওই কলেজ শিক্ষক। বর্তমানে নিহতের  লাশের আনার প্রস্তুতি চলছে বলে পরিবার সুত্রে জানা গেছে। ঘটনার পরে ছেলে হত্যার বিচার চেয়ে কলারোয়া থানায় মামলা করেছেন পিতা রুস্তম আলী সানা।অভিযুক্তরা হলেন,একই এলাকার  সিদ্দিকুর রহমান খাঁ তার দুই ছেলে মোকলেছুর রহমান খাঁ,ও জুয়েল খাঁ।নিহতের দুলাভাই আবুল কালাম আজাদ  জানান, তার শ্যালক ২০০৮সাল থেকে  বামনখালী  এলাকার ইজ্ঞিনিয়ার মুজিবর রহমান কলেজে ম্যানেজমেন্ট শিক্ষক হিসাবে কর্মরত ছিল। গত বছরের গত ২৮ডিসেম্বর একই এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে মোকলেছুর রহমান খাঁ জুয়েল খাঁ র খপ্পরে  পড়ে পরিবারের স্বচ্ছলতার ফেরাতে সৌদি আরবে পাড়ি জমান। এর আগে  মোকলেসুর প্রবাসে পাঠানোর সুবাদে  বিভিন্ন সময়ে মোট ৬লক্ষ ৫০হাজার টাকা নগদ গ্রহন করে। পরে  প্রবাসে তার শ্যালক কাজ নে পেয়ে   খুব কষ্টে জীবন জাপন করছিল। কিছুদিন আগে  মোকলেছুর প্রবাসে গিয়ে তার কাছে টাকা পাবেনা মর্মে জোর পূর্বক জবানবন্ধি ভিডিও ধারন করে  নেয়। এরপর বিষয়টি পরিবারকে জানালে চলতি বছরের ১৫মে দেশে ফেরত আনার কথা বলে মোকলেছুরের পিতা সিদ্দিকুর রহমান খাঁ  এশিয়া ব্যাংকের মাধ্যমে পুনঃরায় ১লক্ষ ১০হাজার টাকা গ্রহন করেন। গত বৃহস্পতিবার রাতে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরে বিষয়টি তারা পরিবারকে জানায়।এরপর ছেলে হত্যার  বিচার দাবীতে  পিতা রুস্তম আলী অভিযুক্ত তিন জনের নামে বাদী গত শনিবার কলারোয়া থানায় একটি মামলা দ্বায়ের করেন। ওই দিন রাতে  মোকলেছুর রহমানকে  গ্রেপ্তার করে পুলিশ।নিহতের পিতা রুস্তম আলী সানা কান্নাজড়িত কণ্ঠে  জানান, গত বৃহস্পতিবার সকালে ছেলে  তার স্ত্রীর সাথে কথা বলেছে । রাতে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ । আমার ছেলে  আত্মহত্যা করার মত মানুষ না। তাকে  পরিকল্পতি ভাবে তাকে হত্যাকরা হয়েছে।
তিনি আরো বলেন,আমার ছেলেকে বিদেশে নিয়ে ওরা মেরে ফেলেছে আমি আমার ছেলে হত্যার বিচার চাই। ছেলের লাশ এখন  দেশে আনতে পারছিনা। এব্যাপারে  প্রধান মন্ত্রীর সুদৃৃষ্টি কামনা করেন তিনি  ।
কলারোয়ার থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি)মোস্তাফিজুর রহমান জানান, এঘটনায় নিহতের পিতা বাদী হয়ে থানায় একটি মামলা দ্বায়ের করেছেন।ইতিপূর্বে
মোকলেছুর নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।মামলার অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)