দেবহাটা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা
মোমিনুর রহমানঃ
দেবহাটা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। চলতি দায়িত্বরত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মো. রিফাতুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মো. মুজিবর রহমান। সভায় বাংলাদেশ-ভারত সীমান্তে চোরাচালান ও মাদক নিয়ন্ত্রণে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি’কে আরও কঠোর হওয়ার নির্দেশ দেয়া হয়। এছাড়া দক্ষিণ পারুলিয়া, জেলিয়াপাড়া, পলগাদা, জোয়ার গুচ্ছগ্রাম, পাতাখালিসহ আশপাশের এলাকায় সাম্প্রতিক সময়ে রাতের আঁধারে মালিক ও কর্মচারিদের অস্ত্রের মুখে জিম্মি করে মৎস্যঘের লুট ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় মোবাইল ব্যাংকিংয়ে দেয়া ভাতাভোগীদের অর্থ হ্যাকারদের হাতিয়ে নেয়ার ঘটনা বেড়ে যাওয়ায় এধরনের অপকর্মে জড়িতদের আইনের আওতায় এনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে থানা পুলিশকে নির্দেশ দেয়া হয়। পরে উপজেলা বাল্যবিবাহ ও মানব পাচার প্রতিরোধ কমিটির সভা এবং বেসরকারি সংস্থা নব-জীবন আয়োজিত কমপ্যাক্ট ডেভেলপমেন্ট প্রজেক্ট থ্রু ডিজঅ্যাডভানটেজড চিলড্রেন এডুকেশন সাপোর্ট, ইনকাম জেনারেশন এন্ড সেফ ওয়াটার শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভাগুলোতে দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, পুলিশ পরিদর্শক (তদন্ত) নারুস সালাম সিদ্দিক, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওনসহ বিভিন্ন দপ্তরের অফিসার ও ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।