কলারোয়ায় ১৩ শ’ কৃষকদের মাঝে ধান, বীজ ও রাসায়নিক সার বিতরণ
কামরুল হাসান:
কলারোয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সোমবার বেলা ১১ টায় বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
উপজেলা পরিষদ মিলনায়তনে বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবুল হোসেন মিয়া। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহকারী কৃষি সম্প্রসারম কর্মকর্তা ইউনুছ আলী, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউল হক জিয়াসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও প্রান্তিক কৃষকগণ। অনুষ্ঠান শেষে উপজেলার ১ হাজার ৩ শ’ কৃষকদের মাঝে বিনামূল্যে জনপ্রতি ধান বীজ ৫ কেজি, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়। উল্লেখ্য, ২০২২-২৩ অর্থ বছরে খরিপ মৌসুমে রোপা আমন ধানের ( উফষী জাত) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচি বাস্তবায়নের আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ওই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
Please follow and like us: