রমজাননগরে সংখ্যালঘু ও অন্যান্যদের নামে মিথ্যা মামলা ও ষড়যন্ত্রের প্রতিবাদে মানব বন্ধন
শ্যামনগর প্রতিনিধি:-
শ্যামনগর উপজেলার রমজাননগরে চিহিৃত সন্ত্রাসী , একাধীক মামলার আসামী ,
মাদককারবারী মৃত সাত্তার গাজীর পুত্র মোঃ জাহাঙ্গীর গাজী , ফজলু গাজীর
পুত্র মোঃ সাদ্দাম গাজী ও মৃত আহাম্মাদ গাজীর পুত্র মোস্তফা গাজী কর্তৃক
সংখ্যালঘু ও অন্যান্যদের নামে মিথ্যা মামলা ও ষড়যন্ত্রের প্রতিবাদে ১৭ ই
জুন , শনিবার সকাল ১১ টায় রমজাননগরে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
মানব বন্ধনে বক্তব্য রাখেন বাবু ধর্মদাস কর্মকার , সভাপতি বাংলাদেশ পূজা
উদযাপন পরিষদ , রমজাননগর ইউনিয়ন , মনোদ্বীপ কুমার মন্ডল , সদস্য সচিব ,
বাংলাদেশ হিন্দু যুব পরিষদ , সাতক্ষীরা জেলা শাখা , গীতা রানী বর্মন ,
সভাপতি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান মহিলা পরিষদ , রমজাননগর ইউনিয়ন
শাখা , ভুক্তভোগী পরিবারের পক্ষে হরিপদ বর্মন , মমতা বালা বর্মন , তপন
কুমার মন্ডল।
মানব বন্ধনে বক্তরা বলেন, বিগত ২৪ শে মার্চ একালাকার চিহিৃত
চোর বিল্লাল হোসেনের লাশ জৈনক আঃ মজিদ গাজীর মৎস্য ঘেরে পাওয়া যায়। উক্ত
ঘটনায় পরিকল্পিত ভাবে বিল্লালের স্ত্রী আকলিমা খাতুন বাদী হয়ে হরিপদ
বাছাড়, অরুন বাছাড়, অসিত বাছাড় ও আলমগীর হোসেনকে আসামী করে ২৫ শে মার্চ
শ্যামনগর থানায় ৪২ নং মামলা দায়ের করেন। মামলায় বর্তমানে অসিত বাছাড় ,
অরুন বাছাড় ও আলমগীর হোসেন জেল হাজতে আছে। মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে
দেওয়ার পরেও জাহাঙ্গীর গাজী, মোঃ সাদ্দাম গাজী, মোস্তফা গাজীসহ
বিল্লালের পরিবারের সদস্যরা হরিপদ বাছাড়ের পরিবারের সদস্যদের বিভিন্ন
ভাবে হুমকি ধামকি প্রদান করছে।
মানব বন্ধন থেকে বক্তরা আরও বলেন, বিষয়টি নজের নিয়ে যাতে করে সঠিক তদন্তের মাধ্যমে সংখ্যালঘু পরিবার মিথ্যা হয়রানী মুলক মামলা থেকে পরিত্রান পাই এবং বর্তমানে রমজাননগরে চিহিৃত সন্ত্রাসী ,
একাধীক মামলার আসামী , মাদককারবারী কর্তৃক সংখ্যালঘুদের হুমকি , ধামকি ও
ষড়যন্ত্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন হয় তার জন্য সাতক্ষীরা জেলার
পুলিশ সুপার , শ্যামনগর থানার অফিসার ইনচার্জসহ প্রশাসনের উর্দ্ধতন
কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন । মানব বন্ধন অনুষ্ঠানটি পরিচালনা
করেন প্রদীব মন্ডল।
Please follow and like us: