ভারত-পাকিস্তান উপকূলে তাণ্ডব চালাচ্ছে ‘বিপর্যয়’, নিহত ২
আন্তর্জাতিক ডেস্ক:
ভারত-পাকিস্তান উপকূলে তাণ্ডব চালাচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’।
শুক্রবার (১৬ জুন) ভোরে এমন তথ্য নিশ্চিত করেছে দেশগুলোর আবহাওয়া অধিদফতর।
ভারতের আবহাওয়া অধিদফতরের মহাপরিচালক ডক্টর এম মহাপাত্র জানান, ভূখণ্ড পার হতে ঝড়টির সময় লাগবে প্রায় ৬ ঘণ্টা। এ সময় ভারী বৃষ্টিপাত ও জলোচ্ছ্বাস হবে।
ক্যাটাগরি ৩ মাত্রার ঝড়টি আঘাত হানে গুজরাটের ঝাকাও বন্দরে। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১২৫ কিলোমিটার। কিছু জায়গায় এই গতি ছিল ঘণ্টায় ১৪০ কিলোমিটার পর্যন্ত। ঘূর্ণিঝড়টির তাণ্ডবে গুজরাটে অন্তত ২ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে উত্তর-পশ্চিমাঞ্চলের দিকে এগোচ্ছে ঝড়টি।
একই সময় পাকিস্তানের সিন্ধু প্রদেশেও আঘাত হানে ‘বিপর্যয়’। সেখানে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১০০ কিলোমিটার। এত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে, করাচির উপকূলীয় এলাকায় ২০ থেকে ২৫ ফুট উঁচু জলোচ্ছ্বাস রেকর্ড করা হয়।
এদিকে, সাইক্লোন আতঙ্কে দু’দেশ থেকে দেড় লাখের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে।