তালায় বৃষ্টিপাতে জনজীবনে স্বস্তি
তালা প্রতিনিধি:
সাতক্ষীরার তালা উপজেলায় দীর্ঘ অপেক্ষার পর অবশেষে নেমে এসে বৃষ্টি। শুক্রবার (৯জুন) বিকালে উপজেলায় বৃষ্টিপাত হয়। তীব্র তাপপ্রবাহের পরে অবশেষে বৃষ্টিপাতে জনজীবনে স্বস্তি ফিরে এসেছে।
একদিকে তীব্র লোডশেডিং অন্যদিকে তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অসহনীয় গরমে হিট ষ্টোকে আক্রান্ত হয়েছে বালিয়াদহ গ্রামের করিম সরদারের মেয়ে বৃষ্টি খাতুন (১৯)। বর্তমানে সে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে।
হাট বাজারে জন সাধারণের চলাচল কমে গেছে। প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বের হচ্ছে না। দোকান কোন বেচাকেনা নেই। সারাদিনে ২০০ থেকে ৩৫০ টাকার মত বিক্রি হয়,এমন কথা বলছিলেন খলিশখালী বাজারের চা বিক্রেতা সাদ্দাম শেখ।
ঘনঘন লোডশেডিং কারণে ইলেকট্রনিক যন্ত্র নষ্ট হয়ে যাচ্ছে। বিশেষ করে ফ্যান,বলেন মঙ্গলানন্দকাটি গ্রামের ইলেকট্রিক মিস্ত্রি কামরুল সরদার।
বৃষ্টি অভাবে অনেক ফসল পটল,হলুদ চাষাবাদ ব্যাহত হচ্ছে। আমন ধানের বীজ তলা ঠিক মত প্রস্তুত করা হয় নাই,বলেন নলতা গ্রামের কৃষক কালাম সরদার, আলিবর্দি শেখ।
আঞ্চলিক আবহাওয়া অধিদপ্তর তথ্য মতে,সপ্তাহ জুড়ে উপজেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
Please follow and like us: