তালায় নদ নদীর সমস্যা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত
তালা প্রতিনিধি:
তালা উপজেলার কবোতাক্ষ নদের নাব্যতা হ্রাস সহ উপজেলার অন্যান্য নদীর পানি প্রবাহের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০জুন) উপজেলা পানি কমিটির আয়োজনে উওরণ (আইডিআরটি) সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়।
উত্তরণে পরিচালক সইদুল ইসলামের সভাপতিত্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত (তালা-কলারোয়া) ১ আসনের সংসদ সদস্য ত্র্যাড: মোস্তাফা লুৎফুলাহ। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ী,তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন,জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু,খেশরা ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম লাল্টু,খলিষখালী ইউপি চেয়ারম্যান সাবীর হোসেন, নগরঘাটা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপু, সরুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল হাই, ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সাবেক ইউপি চেয়ারম্যান সরদার ইমান আলী, অধ্যক্ষ এনামুল ইসলাম,কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম,পানি কমিটির নেতা অধ্যাপক হাসেম আলী ফকির,বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়ার্দ্দার,অধ্যাপক রেজাউল করিম, তালা উপজেলা পানি কমিটির সভাপতি ময়নুল ইসলাম,সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান প্রমুখ।
আলোচনা সভায় কবোতাক্ষ নদের নাব্যতা হ্রাসের কারণ,টিআরএম প্রকল্প দ্রুত বাস্তবায়ন,নদের পাখিমারা বিলে কৃষকদের ক্ষতিপূরণ,বেতনা নদী সংস্কার করে টিআরএম প্রকল্পে সংযোগ স্থাপন সহ উপজেলার অন্যান্য নদীর সমস্যা সমাধান লক্ষ্যে আলোচনা করা হয়।
Please follow and like us: