সড়ক দুর্ঘটনায় আহত হুতোম পেঁচাকে রাস্তা থেকে তুলে প্রকৃতিতে অবমুক্ত
Post Views:
৮২৩
তালা প্রতিনিধিঃ
সাতক্ষীরার তালার গোপালপুর এলাকা থেকে বিলুপ্তির পথে আহত হুতোম পেঁচার একটি বাচ্চাকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে সেবা প্রদান করে প্রকৃতিতে অবমুক্ত করেছেন স্থানীয় প্রকৃতি কর্মীরা।
বুধবার (৭ জুন ) রাত ৮ টার দিকে গ্রাম বাংলার জীববৈচিত্র্য রক্ষায় বড় অবদান রাখা একটি হুতোম পেঁচা পাখি আহত অবস্থায় পড়ে থাকতে দেখে, জহর হাসান সাগর সঙ্গে সঙ্গে পাখির বাচ্চাটি কে উদ্ধার করে এবং প্রকৃত অবমুক্ত করেন । এ বিষয়ে জহর হাসান সাগর জানান। আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখি একটি অসুস্থ অবস্থায় পাখির বাচ্চা পড়ে আছে খুব অসুস্থ। সেটাকে আমি সুস্থ করে অবমুক্ত করি। এর আগেও আমি ঝড়ে আহত অবস্থায় একটি পাখি কে পড়ে থাকতে দেখি পরবর্তীতে সুস্থ করে প্রকৃতিতে অবমুক্ত করি এমনি করে আমি প্রতিনিয়ত পাখিকে ভালবাসি।