দেবহাটার নবাগত ইউএনও জীবননগরের মো. রোকুনুজ্জামান
দেবহাটা প্রতিনিধিঃ
দেবহাটা উপজেলার নবাগত নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে মো. রোকুনুজ্জামানকে পদায়ন করা হয়েছে। সম্প্রতি খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয় তাকে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের সিদ্ধান্ত চুড়ান্ত হয়েছে বলে প্রশাসনের একাধিক সূত্র নিশ্চিত করেছেন। মো. রোকুনুজ্জামান ২০২২ সালের ২৩ নভেম্বর থেকে অদ্যবধি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বেশ সুনামের সাথে দায়িত্বরত রয়েছেন। তিনি ৩১তম বিসিএস-এর একজন অফিসার। কয়েকদিন আগে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বদলীজনিত কারনে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) তে যোগদান করায় পদটি শুণ্য হলে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মো. রোকুনুজ্জামানকে দেবহাটাতে পদায়নের বিষয়টি চুড়ান্ত হয়। তবে এখনও এসংক্রান্ত কোন লিখিত আদেশ গনমাধ্যমের হাতে আসেনি। তাছাড়া পদায়নের বিষয়টি মাত্রই চুড়ান্ত হওয়ায় এখনও জীবননগর থেকে আনুষ্ঠানিক বিদায় কিংবা সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেননি মো. রোকুনুজ্জামান। তথ্যগুলো জেলা ও উপজেলা প্রশাসনের একাধিক সূত্র নিশ্চিত করেছে।
এদিকে নবাগত ইউএনও পদে মো. রোকুনুজ্জামানের পদায়নের খবর ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার (৬ জুন) রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রীতিমতো হুমড়ি খেয়ে স্বাগত ও অভিনন্দন বার্তা সম্বলিত স্ট্যাটাস দিতে শুরু করেছেন জনপ্রতিনিধি, রাজনৈতিক নের্তৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, সরকারি কর্মচারীসহ বিভিন্ন বিভিন্ন শ্রেণিপেশার উৎসুক মানুষ। ফেসবুকে দেখে অনেকেই ভাবছেন ইতোমধ্যেই হয়তো দেবহাটাতে যোগদান করেছেন মো. রোকুনুজ্জামান। বুধবার উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে বেশ কয়েকজন সেবাপ্রার্থী নবাগত নির্বাহী অফিসারের সাথে স্বাক্ষাতের জন্য দেবহাটা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে দুপুর নাগাদ নিরাশ হয়ে বাড়ি ফিরেছেন। এসময় ফেসবুক পোস্টে বিভ্রান্ত হওয়ার বিষয়টি গনমাধ্যমকর্মীদের জানান তারা।
জীবননগর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রশাসনিক অফিসার মো. জহিরুল ইসলাম বলেন, চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে মো. রোকুনুজ্জামানের বদলীর আদেশটি ইতোমধ্যেই পৌঁছেছে। তবে এ আদেশ এখনও জীবননগর উপজেলা প্রশাসনের হাতে পৌঁছায়নি। আদেশটি পেলে দেবহাটাতে যোগদানের জন্য সদ্য পদায়িত উপজেলা নির্বাহী অফিসার মো. রোকুনুজ্জামানকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাবেন তারা।