বাবার লাশ দেখতে যাওয়ার পথে প্রাণ গেল ছেলের
নিউজ ডেস্ক:
মোবাইলে বাবার মৃত্যুর খবর পেয়ে দেখার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় সোলাইমন সরদার নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে শরীয়তপুরের নড়িয়া উপজেলা চান্দনি এলাকায় সদর-নড়িয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলসহ চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয়রা। নিহত সোলাইমান সরদারের বাড়ি নড়িয়া উপজেলার চান্দনি গ্রামে। তিনি দুবাই প্রবাসী ছিলেন।
প্রত্যক্ষদর্শী জানান, সোলাইমানের বৃদ্ধ বাবা সোহরাব আলী সরদার দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুস্থতার কারণে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি ছিলেন। সোমবার দুপুর ১টা ১০ মিনিটে সোহরাব চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মোবাইলে বাবার মৃত্যুর খবর শুনে নিজ বাড়ি চান্দনি থেকে সদর হাসপাতালে যাওয়ার জন্য গাড়ির অপেক্ষায় শরীয়তপুর সদর-নড়িয়া সড়কে দাঁড়িয়ে ছিলেন সোলাইমান।
এ সময় হঠাৎ দ্রুত গতিতে আসা একটি মোটরসাইকেল সজোরে ধাক্কা দিলে সোলাইমান পাকা সড়কে পড়ে যান। স্থানীয়রা সোলাইমানকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শরীয়তপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শারমিন আক্তার জানান, দুপুরে বার্ধক্যজনিত কারণে সোহরাব আলী মারা যান। পরে তার ছেলে সোলাইমানকে হাসপাতালে নিয়ে আসা হলে মৃত ঘোষণা করা হয়।
নড়িয়া থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলসহ চালককে আটক করা হয়েছে। নিহত সোলাইমানের পরিবার অভিযোগ দিলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।