মুন্সিগঞ্জে পরিবার পরিকল্পনার সুপারভাইজার শ্রীবাসের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ
আশিকুজ্জামান লিমন, শ্যামনগর:
শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মথুরাপুর গ্রামের মৃত জগদীশ মন্ডলের ছেলে পরিবার পরিকল্পনার সুপারভাইজার শ্রীবাস মন্ডলের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এমন ধরনের অশ্লীল এসএমএসের স্ক্রীনসর্ট দেখা গেছে ৷
তথ্য নিয়ে জানাগেছে যে, জেলেখালী গ্রামের মিতা সরকার (ছদ্মনাম) কমিউনিটি ক্লিনিকের এমএইচভিতে সেচ্ছাসেবী হিসেবে কাজ করেন৷ কাজের সুবাদে মুন্সীগঞ্জ ইউনিয়ন জেলেখালী পরিবার পরিকল্পনার সুপারভাইজার শ্রীবাস মিতার সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে ৷ দুজনের মধ্যে যোগাযোগ মাধ্যম ফেইসবুক ম্যাসেঞ্জারের চলে স্পর্শকাতর কথাবার্তা ও নগ্ন ভিডিওতে কথা বলা ৷
মিতার স্বামী জানান, আমি মিতার মোবাইল হাতে করে হঠাৎ এমনধরনের বিষয় জানতে পারি ৷ পরে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মঈনুজ্জামানের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করি ৷ অভিযোগটি বাধ্যতামূলক আমলে নিয়ে শ্রীবাসের বিরুদ্ধে কোন প্রকার ভূমিকা না নিয়েই আমাকে ভয়-ভীতি দেখিয়ে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করেন। পরবর্তীতে আমি উপজেলা ভাইস্ চেয়ারম্যান বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করি ৷ পরে মঈনুজামান পূনরায় শ্রীবাসকে মিতার সাথে যোগাযোগ করতে নিষেধ করেন ৷
শ্রীবাসের আগেও কয়েকটি নারী কেলেঙ্কারির অভিযোগ রয়েছে ৷ নতুন করে আবার নারী কেলেঙ্কারির অভিযোগ উঠলে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে ৷
মিতার সংসারে এই নিয়ে ব্যাপক ঝামেলা সৃষ্টি হলে মিতা বর্তমানে তার বাবার বাড়ি কুলতুলিতে অবস্থান করছে বলে জানাগেছে ৷
বিষয়টি নিয়ে শ্রীবাসের সাথে যোগাযোগের জন্য তার মোবাইল বন্ধ থাকায় তার স্ত্রীর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, শ্রীবাস ১ মাসের ছুটিতে আছে ৷ অফিসে যান ৷ তার স্যারের পরামর্শে ছুটি নিয়েছেন ৷
তবে শ্রীবাসের অফিস সূত্রে জানাগেছে যে, শ্রীবাস বিগত পঁচিশ দিন অফিস করেন না ৷
এমন ধরনের বিষয় জানার জন্য উপজেলা পরিবার পরিকল্পনার অফিসার মইনুজ্জামানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, শ্রীবাস প্রতিদিন অফিস করেন ৷ মিতার স্বামী আমার কাছে অভিযোগ করেছিলো আমি মিটিয়ে দিয়েছি ৷
উপজেলা ভাইস্ চেয়ারম্যান সাঈদ-উজ-জামান সাঈদ বলেন, আমার কাছে মিতার স্বামী অভিযোগ করেছেন ৷ মিতা অসুস্থ থাকায় বসাবসির জন্য দেরি হচ্ছে ৷
অভিযোগ রয়েছে উপজেলা পরিবার পরিকল্পনার অফিসার মইনুজ্জামান শ্রীবাসের কাছ থেকে আর্থিক সুযোগ-সুবিধা নিয়ে অফিস ফাঁকির সহযোগিতা করে থাকেন ৷