মনপুরা গ্যাস সিলেন্ডার ব্লাষ্ট হয়ে মুদি দোকান পুঁড়ে ছাই
মনপুরা (ভোলা) প্রতিনিধি:
ভোলার মনপুরায় গ্যাস সিলিন্ডার ব্লাষ্ট হয়ে মুদি দোকান পুঁড়ে প্রায় ১৬লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও নগদ টাকা ১ লক্ষ ৮৬ হাজার টাকা পুঁড়ে যায়।
বুধবার সকাল আনুমানিক ৭ টার সময় হাজির হাট ৯নং ওয়ার্ড ভূঁইয়ার হাট সংলগ্ন চৌমুহনী আঃ মন্নান এর মুদি দোকানে গ্যাস সিলিন্ডার ব্লাষ্ট হয়ে আগুনের সুত্রপাত হয়। সৃর্যের হাসি নিয়ে সকাল শুরু হবার কথা, সেখানে মুহূর্তে ভোলার মনপুরা উপজেলা ২নং হাজির হাট ইউনিয়নের ৯নং ওয়ার্ডে ভূঁইয়ার হাট সংলগ্নে চৌমুহনী আঃ মন্নান এর মুদি দোকান পুঁড়ে ছাই। দোকানে ছিল গ্যাস, পেট্রল, ডিজেল ও ভূষা মাল, চাউল ও মুদি মালামাল এবং কসমেটিক এর সামগ্রী।
আগুনের সুত্রপাত ব্যাপারে জানতে চাইলে আঃ মান্নান জানান, সকালে দোকান খুলে ভিতরে ঝাড়ু দিচ্ছি এমন সময় কি যেন একটা শব্দ এলো। চারপাশে তাকালাম, কিছু দেখলাম না। একটু পরে দেখি আগুন। আগুন নিভানোর যন্ত্রটা দিয়ে নিভানোর চেষ্টা করলাম। ২ মিনিটের মধ্যে ডিজেল ও পেট্রল দোকানের ফ্লোরে পানির মত ভাসে। চোখের পলকে দোকানের চারপাশ আগুন।
নগদ টাকা মোকামে চোতা পাটাবে বলে সকাল বাড়ি থেকে আশার সময় ১ লক্ষ ৮৬ হাজার টাকা সাথে করে এনে ক্যাশে রাখে, নগদ টাকাগুলো ও ক্যাশ থেকে নিতে পারে নাই আঃ মন্নান।
ক্ষতিগ্রস্ত মন্নান এর দোকান দেখতে যান ২নং হাজির হাট ইউনিয়ন চেয়ারম্যান নিজাম উদ্দীন হাওলাদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুর রহমান রাশেদ মোল্লা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইলিয়াস।
২নং হাজির হাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দীন হাওলাদার জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী কে ইউনিয়ন পরিষদ পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান জেলা প্রশাসক কেজানানো হয়েছে, ঢেউটিন দিয়ে ক্ষতিগ্রস্ত মুদি দোকানদার কে সহযোগিতা করা হবে সরকারের পক্ষ থেকে।