দেবহাটায় সমাজসেবা দপ্তরের সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে সেমিনার
মোমিনুর রহমান :
দেবহাটায় সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা কর্মসূচি সফল বাস্তবায়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান।
বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ মো: বাবুল আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ।
অন্যান্যদের মধ্যে দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, কুলিয়া ইউপি চেয়ারম্যান আছদুল হক, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, সিনিয়র মৎস্য অফিসার আমজাদ হোসেন, উপজেলা প্রকৌশলী শোভন সরকার, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, যুব উন্নয়ন কর্মকর্তা আমিনুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আজহারুল ইসলাম, একাডেমি সুপারভাইজার মিজানুর রহমান, দেবহাটা কৃষি ব্যাংক ব্যাবস্থাপক তপন কুমার, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন। সমগ্র সেমিনার পরিচালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন।
এ সময় সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা কর্মসূচি বয়স্কভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, শিক্ষা ভাতা, বিনা সুদে ক্ষুদ্র ঋণ, শিশু সুরক্ষা, সামাজিক অবক্ষয় প্রতিরোধ কার্যক্রম, সেবামূলক ও কমিউনিটি ক্ষমতায়ন কার্যক্রম, প্রতিবন্ধীদের কল্যাণ ও উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন হয়ে আসছে বলে উল্লেখ করা হয়। এছাড়া সমাজসেবা দপ্তরের মাধ্যমে সকল সেবা বিনামূল্যে পাওয়া যায়। তাছাড়া দেবহাটায় সকল ভাতাভোগী শতভাগ। বর্তমানে ভাতার টাকা মোবাইল ব্যাংকের মাধ্যমে দেওয়া হয়। কিন্তু কিছু প্রতারক অফিসের কথা বলে গোপন পিন নাম্বার চেয়ে উক্ত ভাতাভোগীদের টাকা হাতিয়ে নিচ্ছেন। তাই কোন ব্যক্তিকে গোপন পিন বা ওটিপি না দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়।