নড়াইলে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ তম শাহাদত বার্ষিকী পালন
নড়াইল প্রতিনিধি :
নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। সকাল ১১টায় নড়াইল জেলা বিএনপির সাধারন সম্পাদক মনিরুল ইসলামের বাসভবনে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে স্বাধীনতার ঘোষক,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪২-তম শাহাদৎ বার্ষিকী পালন করা হয়।এ উপলক্ষে আলোচনাসভা, কুরআন খতম ও মিলাদ মহাফিল আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন নড়াইল জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খন্দকার ফশিয়ার রহমান, অনুষ্ঠান পরিচালনা করেন সদস্য সচিব খন্দকার মনজুরুল সাঈদ বাবু।
এ সময় আরোও উপস্থিত ছিলেন নড়াইল সদর থানা বিএনপির সদস্যসচিব মোজাহিদুর রহমান পলাশ,নড়াইল জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহবায়ক আরিফুর জামান মিলন,রবি সরদার,পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ সালাউদ্দিন আমীর,সদস্যসচিব ফিরোজ মোল্লা, কালিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শেখ ডালিম সহ অন্যান্য নেতাকর্মী ।