চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ করাই কাল হল মেম্বরের
নিজস্ব প্রতিনিধিঃ
সাতক্ষীরার তালা উপজেলার সরুলিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল হাইয়ের বিরুদ্ধে জেলা প্রশাসক সহ সংক্লিষ্ট দপ্তরে অভিযোগ করায় ওই পরিষদের সদস্যের হতে মারপিটের স্বীকার হয়েছেন আরেক ইউপি সদস্য । মঙ্গলবার(৩০মে) দুপুরে সরুলিয়া ইউনিয়ন পরিষদে খোদ চেয়ারম্যানের উপস্থিতে ঘটনাটি ঘটে। আহত ইউপি সদস্য হলেন শেখ আছির উদ্দীন (৪৬) । তিনি বড়কাশিপুর গ্রামের মৃত শেখ রফিউদ্দীনের ছেলে ও তিন নং ওয়ার্ড ইউপি সদস্য। আহত ওই ইউপি সদস্য বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অভিযুক্ত হলেন, পাটকেলঘাটার কালিবাড়ি এলাকার বাসুদেব বিশ্বাস ও শাকদাহ এলাকার ৫নং ওয়ার্ড ইউপি সদস্য জামজেদ আলী।
আহত ইউপি সদস্য আছির উদ্দীন জানান, কিছুদিন আগে ইউপি চেয়ারম্যানের দুর্নীতির বিরুদ্ধে জেলা প্রশাসক সহ সংক্লিষ্ট দপ্তরে দকাছে লিখিত অভিযোগ করি। আজ বেলা সাড়ে ১২টার দিকে পরিষদে গেলে বাসুদেব বিশ্বাস আর জামসেদ মেম্বর আমাকে বেধড়ক মারপিট করতে থাকে।ওই সময় তারা একটি মিমাংশার পত্র বের করে তাতে জোর পূর্বক সই নেওয়ার চেষ্টা করে। মারপিটের একপর্যায়ে তাদের হাত থেকে পালিয়ে পাশের একটি বাসায় অবস্তান করি।পরে নাছের মেম্বর সহ স্থানীয় আমাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।বর্তমানে তারা মোবাইলফোনে বার বার হুমকি দিচ্ছি বলেন অভিযোগ করেন তিনি।সবশেষে তিনি জেলা প্রশাসক সহ পুলিশ সুপারের কাছে জীবনের নিরাপর্তা চেয়ে এমন ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠ বিচার দাবী করেছেন।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) মাহামুদ হোসেন বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।