শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন
স্টাফ রিপোর্টার:
দেবহাটায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। রোববার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরআগে বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান প্রদর্শনী করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি।
পরে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. মুজিবর রহমান, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলী মোর্ত্তজা মো. আনোয়ারুল হক, মুক্তিযোদ্ধা সাংসদের সাবেক ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী, পারুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সোলায়মান হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, নাজমুস শাহাদাৎ সহ বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।