কলারোয়ার মাদরা কমিউনিটি ক্লিনিকে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
কামরুল হাসান:
কলারোয়ার সোনাবাড়ীয়া ইউনিয়নের মাদরা কমিউনিটি ক্লিনিকে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিওকুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে রবিবার (২৮ মে) আয়োজিত ওই ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে প্রায় সাড়ে ৩’শত রোগিকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়।
সাধারণ রোগির পাশাপাশি গর্ভবতী ও শিশু রোগিদের স্বাস্থ্যসেবা প্রদান করেন বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত বিশেষ মেডিকেল টিম।
মেডিকেল টিমে ছিলেন সহকারী সার্জন ডাক্তার তরিকুল ইসলাম, সহকারী সার্জন ডাক্তার রনজিত হালদার, সহকারী সার্জন ডাক্তার জান্নাতুল ফেরদৌস, এসএসিএমও সুজন কুমার দাস। তাদের সহযোগিতা করেন অফিস সহায়ক সুক্কুর আলী ও মফিজুল হোসেন শিমুল।
এর আগে মাদরা কমিউনিটি ক্লিনিকের সভাপতি মোহাম্মদ মেহেরুল্যাহের সভাপতিত্বে ও কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মাওলানা মাহফুজুল ইসলামের সঞ্চালনায় মেডিকেল ক্যাম্পের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার মাহবুবুর রহমান সান্টু, কলারোয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার শফিকুল ইসলাম প্রমুখ।
Please follow and like us: