তালায় নাশকতর অভিযোগে আটক-৩
ফারুক সাগর, তালা (সাতক্ষীরা):
সাতক্ষীরার তালা উপজেলায় নাশকতার অভিযোগে বিএনপির তিন নেতাকর্মী আটক করেছে পুলিশ। শনিবার (২৭মে) দিবাগত রাতে তাদের বিশেষ অভিযানে আটক করা হয়। আটককৃতরা হলেন, তালা উপজেলা যুবদলের যুগ্ম- আহবায়ক আনিসুজ্জামান আনিস(৩৮),উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব সামরুল ইসলাম মিলন(৪২) ও খলিষখালী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোসলেম মোল্যা(৪০)।
পুলিশ জানায়,আটকৃতরা দীর্ঘদিন যাবৎ সরকার বিরোধী কার্যাকালাপ করে আসছিল। গতকাল রাতে তারা সরকার বিরোধী পতনের গোপন বৈঠক করছিল। ওই সময় পুলিশের উপস্থিত টের পেয়ে তারা পালিয়ে যায়। পরবর্তীতে তাদের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়। ওই সময় ঘটনাস্থল থেকে বাঁশের লাঠি ও দাহ পদার্থ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আটকৃতদের বিরুদ্ধে থানায় রাষ্ট্রদ্রোহী মামলা রয়েছে। শনিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।