জীবন দিয়ে হলেও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করবে বিএনপি -সাতক্ষীরায় শামছুজ্জামান দুদু
নিজস্ব প্রতিনিধি:
গণতন্ত্র পূণঃরুদ্ধারসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে সাতক্ষীরায় জনসমাবেশ করেছে বিএনপি। শুক্রবার বিকেল সাড়ে চারটায় সাতক্ষীরা শহরের কাটিয়া আমতলা এলাকায় নিরিবিলি কমিউনিটি স্টোরে এই জনসভার আয়োজন করা হয়।
জেলা বিএনপি আহবায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত চিলেন দলটির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সাংসদ কাজী আলাউদ্দিন ও বরেণ্য চিকিৎসক ডাঃ শহীদুল আলম। এ ছাড়া বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ তারিকুল হাসান, সদস্য সচিব আব্দুল আলীম, বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব ও মৃণাল কান্তি রায়।
প্রধান অতিথি বলেন, আওয়ামী লীগ সরকার অনেক জীবন কেড়ে নিয়েছে। আমরাও জীবন দিতে প্রস্তুত। কিন্তু তার বদলে এ সরকারের পতন চাই। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই। এ ছাড়া বিএনপি নেতা কর্মীদের হয়রানি মূলক গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, এর বিরুদ্ধে জনগনকে সাথে নিয়ে সংঘবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। সমাবেশে বিএনপি ও তার অঙ্গ সংগঠণের ৫ শতাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।