নড়াইলে নদীতে গোসল করতে গিয়ে স্কুল ছাত্র নিখোঁজ
নড়াইল প্রতিনিধি :
নড়াইলের লোহাগড়ায় বন্ধুদের সাথে মধুমতি নদীতে গোসল করতে গিয়ে রাজিব ভূঁইয়া (১৪) নামে এক স্কুল ছাত্র নিখোঁজ হয়েছেন।
বুধবার (২৪ মে) দুপুর ৩ টার দিকে লোহাগড়া উপজেলার ৬নং জয়পুর ইউনিয়নের পুরাতন ধানাইড় গ্রামে মধুমতি নদীতে বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় রাজিব ভূইয়াঁ।
নিখোঁজ রাজিব স্থানীয় মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র এবং ধানাইড় গ্রামের জুলহাস ভূঁইয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বেলা ৩ টার দিকে মধুমতি নদীতে সাথে গোসল করতে যায় রাজিব ও তার বন্ধুরা। এক পর্যায়ে এসে নদী সাঁতরে ওইপারে যাওয়ার সময় নদীতে ডুবে নিখোঁজ হয় সে। খবর পেয়ে লোহাগড়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌছায়।
পরে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল কে খবর দেয়। খবর পেয়ে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল ৬ টার দিকে উদ্ধার অভিযানে অংশ নেয়।
নড়াইল জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘণ্টাব্যাপি উদ্ধার অভিযান চালায় তবে নিখোঁজ স্কুল ছাত্রের কোন সন্ধান পাওয়া যায়নি। আজ আমাদের উদ্ধার অভিযান শেষ হয়েছে। আগামীকাল সকালে আবারও উদ্ধার অভিযান চালানো হবে। যতক্ষণ পর্যন্ত নিখোঁজের কোন সন্ধান না পাওয়া যাবে আমাদের উদ্ধার অভিযান চালমান থাকবে।