নওয়াপাড়া ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট অধিবেশন
স্টাফ রিপোর্টার:
দেবহাটার নওয়াপাড়া ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার বিকাল ৫টায় গাজীরহাট সংলগ্ন ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে উক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়।
ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলীর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. মুজিবর রহমান, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, দেবহাটা থানার ওসি মো. বাবুল আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, আওয়ামীলীগ নেতা শরৎ চন্দ্র ঘোষ, নাজমুস শাহাদাত, ইউপি সচিব জাহাঙ্গীর আলম, ইউপি সদস্যা ফরিদা পারভীন, খাদিজা পারভীন কণা, রাহিলা পারভীন লিলি, ইউপি সদস্য মোনায়েম হোসেন, আজগর আলী, নুরুজ্জামান সরদার, মিজানুর রহমান, আসমাতুল্যাহ গাজী, শওকত আলী, মাহমুদ হোসেন, জাকির হোসেন, মনিরুল ইসলাম প্রমুখ।
বাজেট অধিবেশনে ২০২৩-২৪ অর্থ বছরে নওয়াপাড়া ইউনিয়নের উন্নয়নে ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী ১ কোটি ৬২ লাখ ৩৭ হাজার ৩১৪ টাকার উন্নয়ন পরিকল্পনা পেশ করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রের উদ্যোক্তা মো. সাব্বির হোসেন।