তালায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নে অবস্থিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি সংঘটিত হয়েছে। সোমবার (২২মে) দিবাগত গভীর রাতে ইউনিয়নের গোনালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি সংঘটিত হয়।
বিষয়টি নিশ্চিত করে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লতিফ খানম জানান,সকালে বিদ্যালয়ে এসে দেখেন কয়েকটি ঘরের দরজার তালা ভাঙা। চারটি ঘর থেকে ৮টি ফ্যান ও বিদুৎ চালিত মোটর কে বা কারা নিয়ে গেছে। টিউবওয়েল খুলেছিল কিন্তু নিতে পারে নাই। তিনি আরও বলেন,এছাড়া দুর্বৃত্তরা ব্যাপকভাবে বিদ্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করেছে।
চলতি মাসের গত সপ্তাহে একই ইউনিয়নের হরিশ্চন্দ্রকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং এপ্রিল মাসে খলিলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুরূপ চুরি সংঘটিত হয়ে ছিল। তারপরও প্রশাসন নিরব ভূমিকা পালন করছে বলে এলাকাবাসী দাবি করেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গাজী সাইফুল ইসলামের কাছে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাথে কথা বলা সম্ভব হয় নাই।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম জানান,বিষয়টি তিনি শুনেছেন কিন্তু এ বিষয়ে থানায় কোন মামলা দায়ের হয় নাই।