জিআইজেড’র উদ্যোগে সাতক্ষীরা পৌরসভার রুপকল্প ২০৪১ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরা পৌরসভার রুপকল্প ২০৪১ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ মে) জিআইজেড এর আয়োজনে শহরের তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্ট লেকভিউতে সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত পৌর মেয়র কাজী ফিরোজ হাসানের সভাপতিত্বে সাতক্ষীরা পৌরসভার রুপকল্প ২০৪১ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।
প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “আমি একটি সুন্দর নান্দনিক সাতক্ষীরার স্বপ্ন দেখি। আমি সাতক্ষীরা পৌরসভাকে সিটি কর্পোরেশন করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ তৈরীতে রুপকল্প ও পরিকল্পনা সফল করতে সকলের সহযোগিতার প্রয়োজন। সুন্দর একটি পৌরসভা তৈরি করতে সাতক্ষীরা পৌরসভার রুপকল্প ২০৪১ বিষয়ে সকলের পরিকল্পিত মতামতের ভিত্তি ও সহযোগিতায় এগিয়ে যেতে হবে। সাতক্ষীরা পৌরসভার নাগরিকদের উন্নত মানের নাগরিক সেবা দিতে দ্রুত রূপকল্প ২০৪১ বাস্তবায়ন করতে হবে।”
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার সিও মো. নাজিম উদ্দীন, জিআইজেড এর প্রিন্সিপ্যাল এডভাইজার মো. হামিদুল ইসলাম, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী প্রকৗশলী নাজমুল করিম, সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল, আইনুল ইসলাম নান্টা, শেখ আনোয়ার হোসেন মিলন, শেখ মারুফ হাসান, শেখ জাহাঙ্গীর হোসেন কালু, শফিকুল আলম বাবু, মহিলা কাউন্সিলর রাবেয়া পারভীন, অনিমা রানী মন্ডল, নুরজাহান বেগম নুরী, সাতক্ষীরা পৌরসভার সহকারী প্রকৌশলী কামরুল আখতার তপু প্রমুখ।
এসময় জেলার বিভিন্ন রাজনৈতিক, সরকারি-বেসরকারি, সামাজিক, পেশাজীবি সংগঠন, জনপ্রতিনিধি, শিক্ষকসহ বিভিন্ন স্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জিআইজেড’ সিনিয়র এডভাইজার মো. এনামুল হক ও সাতক্ষীরা পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা-সাগর।