নড়াইলে সাবেক এমপির মৃত্যু বার্ষিকী পালিত
নড়াইল প্রতিনিধি:
নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের সিকদারের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। রোববার এ উপলক্ষে জেলা বিএনপির পক্ষ থেকে কবর জিয়ারত ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও নড়াইল পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত পৌরমেয়র মোস্তফা কামাল মোস্ত, জেলা বিএনপির সহ-সভাপতি ও নলদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান জামান, জেলা বিএনপির সহ-সভাপতি যুগ্ম-সম্পাদক সৈয়দ মোর্শেদ তৌহিদ সোহেল, নড়াইল পৌর বিএনপির সদস্য সচিব রেজাউল খবির রেজা, লোহাগড়া উপজেলা যুবলদলের আহবায়ক খান মাহমুদ আলম, নড়াইল সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক টিপু সুলতান, নড়াইল পৌর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক রফিকুল ইসলাম, জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক সজিব বিল্লাহ, জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক সজিব শেখ প্রমূখ। এসময় বিএনপি, যুবদল, ছাত্র দলের নেতৃব্ন্দৃ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের সিকদার ২০২১ সালের ২ মে মৃত্যু বরণ করেন।