ক্ষতি পূরণ না পেলে পৌর সুপার মার্কেট ভাঙ্গতে দেয়া হবেনা -নড়াইল পৌর সুপার রক্ষা কমিটি
নড়াইল প্রতিনিধি :
উপযুক্ত ক্ষতিপূরণ না পেলে পৌরসুপার মার্কেট গুলি ভাঙ্গতে দেয়া হবেনা বলে ঘোষনা দিয়েছেন নড়াইল পৌরসুপার মার্কেট রক্ষা কমিটির নেতৃবৃন্দ। শনিবার সন্ধায় রুপগঞ্জ পৌর সুপার মার্কেটের নিচে অনুষ্ঠিত পৌরসুপার রক্ষা কমিটির সভায় এ ঘোষনা দেয়া হয়।
নড়াইল পৌরসুপার রক্ষা কমিটির আহবায়ক এস,এম নজরুল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন জেলা যুবলীগের আহবায়ক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান,আল আমীন ক্লথ ষ্টোরের স্বত্ত্বাধিকারী বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ,ইলেকট্রনিক্স পণ্য সামগ্রী ব্যবসায়ী মোহাম্মদ কবীর হোসেন,ব্যবসায়ী মো: সোহরাব হোসেন,বঙ্গবন্ধু হকার্স মার্কেটের সভাপতি মো: সাইফুল ইসলাম টুকু।
দোকানের মালিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, নিয়ম-কানুন মেনে উপযুক্ত মূল্য দিয়ে আমরা পৌর সভার কাছ থেকে দোকানের পজিশন ক্রয় করে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছি। অথচ শহরের সড়ক প্রশস্ত করণের জন্য আমাদের কোন ক্ষতি পূরণ না দিয়েই পৌরসুপার মার্কেটের ৫শতাধিক দোকান ভাঙ্গার পাঁয়তারা চলছে। দোকানের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ৫হাজার লোকের রুটি-রুজি সহ সন্তানদের লেখাপড়ার ব্যয়ভার দোকানের ব্যবসার আয় দিয়ে নির্বাহ করে থাকি। ক্ষতিপূরণ না দিয়ে আমাদের ব্যবসায়িক দোকান গুলো ভাঙ্গা হলে আমরা পথে বসবো। এতে আমরা শ’শ কোটি টাকার ক্ষতির সম্মূখীন হবো। আমরা সড়ক প্রশস্ত করণের পক্ষে। তবে সেটা শহরের বানিজ্যিক এলাকার ব্যবসায়িক প্রতিষ্ঠান দোকান ভেঙ্গে নয়। দোকান পাট রক্ষার্থে প্রয়োজনে ফ্লাইওভার করা হোক। অথবা আমাদের ক্ষতি পূরণ দিয়ে পূনর্বাসিত করা হোক। ক্ষতি পূরণ না দিলে পৌরসুপার মার্কেটের দোকান থেকে আমরা সরবোনা। আমাদের কোন ধরনের ভয়ভীতি দিয়ে পিছু হটানো যাবেনা। রুপগঞ্জ কাঁচা বাজারে প্রস্তাবিত পৌর মার্কেটে অগ্রিম দিয়ে মাসিক ভাড়ার বিনিময়ে দোকাননা নেয়ার পক্ষে একমত পোষন করেন উপস্থিত দোকান মালিক ও ব্যবসায়ীরা। পৌর সুপার মার্কেটের দোকান রক্ষায় প্রধানমন্ত্রীসহ নড়াইল-২আসনের এমপি মাশরাফী বিন মূর্তজার হস্তক্ষেপ কামনা করেনতাঁরা। সভায় পৌরসুপার মার্কেটের দোকান মালিক ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।