সিনেমায় ফিরছেন মাহফুজ আহমেদ, ঈদে মুক্তি পাবে ‘প্রহেলিকা’
অনলাইন ডেস্ক:
নয় বছরের বিরতি নিয়ে ফের পর্দায় ফিরছেন মাহফুজ আহমেদ। বুধবার (১৭ মে) রাতে তাঁর নতুন সিনেমা ‘প্রহেলিকা’র ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে জানানো হয়েছে, আসছে ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে হাজির হচ্ছেন মাহফুজ।
এই সিনেমায় মাহফুজের চরিত্রের নাম মনা। ফার্স্ট লুকে উল্টো অবস্থায় আক্রোশে-আর্তনাদে ফেটে পড়া রহস্যময় এক অবতারে দেখা যাচ্ছে তাকে। দুই পাশ থেকে তার দুটি হাত চেপে ধরে আছে কেউ। মনে হচ্ছে মৃত্যুর মুখ থেকে বাঁচার আকুতি জানাচ্ছে সে। গায়ে কালো পোশাক, মাঝারি দাঁড়ি গোফ আর মাথার টুপি। তবে সব কিছুকে ছাপিয়ে গেছে তার দাঁতখোলা প্রতিবাদী হাসি। প্রকাশিত পোস্টারের একেবারে নিচে লাল বর্ণে লেখা ‘ভালোবাসার দ্রোহ’- দুটি শব্দের এই বাক্যই বুঝিয়ে দিচ্ছে সিনেমার গল্পে কতটা রোমান্স আর হাহাকার থাকবে। প্রেক্ষাগৃহেই মনার এই রূপের আসল কারণ উম্মোচিত হবে।
এই সিনেমায় মাহফুজ আহমেদের সঙ্গে জুটি বেঁধেছেন শবনম বুবলী। এবারই প্রথম একসঙ্গে কোনও কাজ করেছেন বৃহত্তর নোয়াখালীর এই দুই তারকা। সিনেমায় দুজনের রসায়ন কেমন জমেছে সেটি দেখতে হলে অপেক্ষা করতে হবে ঈদ পর্যন্ত।
তবে প্রথম পরীক্ষায় এরইমধ্যে এ প্লাস নিয়ে পাস করে গেছেন নতুন এই জুটি। সিনেমার প্রকাশিত গান ‘মেঘের নৌকা’য় তাদের পারফরমেন্স মুগ্ধ করেছে দর্শকদের। গানটির সঙ্গে মাহফুজ-বুবলীর নাচ, ঠোঁট মেলানো কিংবা রোমান্টিক দৃশ্য এরইমধ্যে সিনেপাড়ায় আলোচনায়। সবাই এখন পুরো ‘প্রহেলিকা’ দেখার অপেক্ষায়।
রঙ্গন মিউজিক প্রযোজিত ‘প্রহেলিকা’ চয়নিকা চৌধুরীর দ্বিতীয় সিনেমা। এটির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পান্থ শাহরিয়ার। এতে আরও অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু, রহমত উল্লাহ, সাবিহা জামান প্রমুখ।