১২ ম্যাচে ৮ হার! আইপিএল থেকে ছিটকে যা বললেন লারা
অনলাইন ডেস্ক:
আইপিএলের প্লে-অফের লড়াই থেকে ছিটকে গেছে ব্রায়ান লারার দল সানরাইজার্স হায়দরাবাদ। দিল্লির পরে দ্বিতীয় দল হিসাবে বাদ পড়েছে তারা। ছিটকে যাওয়ার পরে সাফাই গেয়েছেন লারা। তার মতে, আইপিএলের সঙ্গে মানিয়ে নিতে পারেননি বলেই সাফল্য পাননি তারা।
গুজরাট টাইটান্সের কাছে ৩৪ রানে হারার পরে এ বারের মতো প্লে-অফের স্বপ্ন অধরা থেকে গিয়েছে হায়দরাবাদের। তাদের বাকি দুই ম্যাচ সম্মানরক্ষার। এর আগে হায়দরাবাদের ব্যাটিং কোচ ছিলেন লারা। প্রধান কোচ ছিলেন টম মুডি। তাকে সরিয়ে এবার লারাকে প্রধান কোচ করা হয়েছে। কিন্তু দলকে সাফল্য এনে দিতে পারেননি তিনি।
লারা বলেছেন, ‘‘প্রধান কোচ হিসেবে এটাই আমার প্রথম মৌসুম। আইপিএলের সঙ্গে মানিয়ে নিতে পারিনি। এবার আলাদা আলাদা শহরে গিয়ে খেলতে হয়েছে। সব জায়গায় পরিবেশ আলাদা। সেটা মানাতে পারিনি। আশা করছি পরের বার ভুল থেকে শিক্ষা নেব।’’
দলের ব্যাটিং ব্রিগেড নিয়ে হতাশ ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক। তার কথায়, ‘‘গত মৌসুমে রাহুল ত্রিপাঠি ও অভিষেক শর্মা ৪০০ রানের বেশি করেছিল। এবার ওরা রান পায়নি। তবে শুধু ওদের দোষ দিয়ে লাভ নেই। আমাদের দলে অনেক ভাল ব্যাটার রয়েছে। কিন্তু প্রত্যাশা অনুযায়ী তারা খেলতে পারেনি। তার জন্যই জিততে সমস্যা হয়েছে।’’
গত বার হায়দরাবাদের চমক ছিলেন উমরান মালিক। তার গতি সমস্যায় ফেলেছিল বড় বড় ব্যাটারদের। কিন্তু এবার মাত্র সাতটি ম্যাচে খেলেছেন উমরান। লারা জানিয়েছেন, ছন্দে নেই ভারতীয় পেসার। তাই তাকে সব ম্যাচে খেলানো হয়নি। লারার কথায়, ‘‘এখন কে কেমন ছন্দে আছে তার উপর নির্ভর করে প্রথম একাদশ নির্ধারন হয়। সেই কারণেই উমরান সুযোগ পায়নি।’’