রোনাল্ডোর সেরা পাঁচে রোনালদো না থাকলেও আছে মেসি
অনলাইন ডেস্ক:
সর্বকালের সেরা একাদশ বাছাইয়ের কঠিন কাজটা অনেক আগেই একবার করেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডো নাজারিও। গণমাধ্যমের অনুরোধে বেছে নিয়েছিলেন নিজের পছন্দের একাদশ। তবে সেটা অনেক আগের ব্যাপার। এরপর সময় গড়িয়েছে অনেক। এতদিনে নিশ্চয় পছন্দও বদলেছে! তাই ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী তারকার কাছে আরো একবার সর্বকালের সেরা একাদশ বাছাই করার আবদার করা হয়।
বর্তমানে স্পেনের ক্লাব রিয়াল ভায়াদোলিদের প্রেসিডেন্ট রোনাল্ডো সেই আবদার রেখেছেনও, আবার রাখেনওনি! সত্যিই তাই। তাকে অনুরোধ করা হয়েছিল সর্বকালের সেরা একাদশ বেছে নিতে। অনুরোধে সারা দিয়ে ব্রাজিল কিংবদন্তি বেছে নিয়েছেন সর্বকালের সেরা পাঁচ জনকে! সেই সেরা-পাঁচেও অবশ্য চমক আছে। কারণ, রোনাল্ডোর বেছে নেওয়া সর্বকালের সেরা পাঁচে জায়গা হয়নি তারই এক সময়ের সতীর্থ কিংবদন্তি রোনালদিনহোর। রোনাল্ডো এড়িয়ে গেছেন তার আরেক সতীর্থ রিভালদোকেও। তার চেয়েও বড় চমক, এক রোনাল্ডোর সেরা-পাঁচে জায়গা হয়নি আরেক রোনালদোর। হ্যাঁ, নিজেকে সর্বকালের সেরা দাবি করা ক্রিশ্চিয়ানো রোনালদোর জায়গা হয়নি রোনাল্ডো নাজারিওর সেরা-পাঁচে।
বিশ্ব জুড়ে ক্রিশ্চিয়ানো রোনালদো-ভক্তদের জন্য দুঃসংবাদ আছে আরো একটি—রোনাল্ডোর সেরা-পাঁচে রোনালদোর ঠাঁই না হলেও বহাল তবিয়তে আছেন লিওনেল মেসি! রোনালদো-ভক্তরা অবশ্য এই ভেবে সান্ত্বনা পেতে পারেন, তাদের প্রিয় তারকার মতো রোনাল্ডোর সেরা-পাঁচে জায়গা হয়নি নেদারল্যান্ডসের ক্রুইফ, জার্মানির ফ্রাঞ্জ বেকেনবাওয়ার ও জার্ড মুলার, ফ্রান্সের মিশেল প্লাতিনিদের মতো কিংবদন্তিদেরও। তাহলে কারা জায়গা পেয়েছেন?
যে পাঁচজনকে বেছে নিয়েছেন রোনাল্ডো, সেই নামগুলো দেখলে অবশ্য খুঁত ধরার সুযোগ পাবেন না! লিওনেল মেসি, জিনেদিন জিদান, ডিয়েগো আরমান্ডো মারাদোনা, পেলে—এই চার জনের কাকে বাদ দেবেন আপনি? নিজের পছন্দের তালিকায় এই চার জনকেই রেখেছেন রোনাল্ডো। ব্রাজিল কিংবদন্তি সঙ্গে জুড়ে দিয়েছেন নিজের নামটি। মনে করছেন নিজের নাম জুড়ে দিয়ে রোনাল্ডো বাড়াবাড়ি করেছেন! মোটেই না। বিশ্ব ফুটবলের অন্য অনেক ফুটবল পণ্ডিতই নিশ্চিতভাবে সেরা পাঁচে রোনাল্ডো নাজারিওকে রাখবেন।