কলারোয়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী এক নারীর মৃত্যু
নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরা কলারোয়ায় রাস্তার পাশে রাখা ট্রলির সাথে ধাক্কা খেয়ে মটর সাইকেল থেকে ছিটকে পরে বিপরীত দিক দিয়ে আশা বাসের চাকায় পিষ্ট হয়ে মটর সাইকেল আরোহী রশিদা বেগম (৪৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে সাতটার দিকে সাতক্ষীরা কলারোয়া গোবিনাথপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত রশিদা বেগম সাতক্ষীরা সদরের তালতলা গ্রামের মোঃ হবিবর রহমানের স্ত্রী।
নিহতে স্বামী হবিবর রহমান জানান, গত তিনদিন আগে তার স্ত্রীকে নিয়ে যশোর বাগাচাড়ায় মেয়ের বাড়িতে বেড়াত যান। আজ সকালে মটর সাইকেলযোগে নিজ বাড়ি সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা হন স্ত্রীকে নিয়ে। পথি মধ্যে গোবিনাথপুর এলাকায় আসলে নিয়ন্ত্রন হারিয়ে একটি ট্রলির পিছনে ধাক্কা খেয়ে মটর সাইকেল কাত হয়ে পড়ে যান তারা। এসময় তার স্ত্রী রাস্তার উপর ছিটকে পড়লে যশোরগামী একটি বাস তার স্ত্রীকে চাপা দিয়ে চলে যায় এবং ঘটনা স্থলে তার স্ত্রীর মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চালকসহ এক আরহী নিয়ে একটি মটর সাইকেল সাতক্ষীরার দিকে যাচ্ছিল। সকাল সাড়ে সাতটার দিকে কলারোয়া গোবিনাথপুর মোড়ে রাস্তার ধারে রাখা ট্রলির পিছনে ধাক্কা খেয়ে মটর সাইকেলর পেছনে বসে থাকা এক নরী আরহী রাস্তার উপর ছিটকে পড়ে। এসময় সাতক্ষীরা থেকে যশোরগামী একটি যাত্রীবাহী বাস ঐ নারীকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
সাতক্ষীরা কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোস্তাফিজুল রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পাওয়া মাত্র কলারোয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনা স্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে কলারোয়া থানায় নিয়ে আসে।
লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় কলারোয়া থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।