সুদানে সংঘাতে সাড়ে ৪ লাখ শিশু বাস্তুচ্যুত: জাতিসংঘ
অনলাইন ডেস্ক:
সুদানে সেনাবাহিনী ও আধা সামরিকবাহিনীর মধ্যে চলা সংঘাতে অন্তত সাড়ে চার লাখ শিশু ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। শনিবার (১৩ মে) টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, সুদানের সংঘাতে আনুমানিক ৮২ হাজার শিশু প্রতিবেশী দেশে পালিয়ে গেছে। প্রায় ৩ লাখ ৬৮ হাজার শিশু অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে।
ইউনিসেফের নির্বাহী পরিচালক জানান, সুদানের নৃশংস সংঘাত দেশটির শিশুদেরকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। ভয়ংকর সব ঘটনার সম্মুখীন হয়েছেন তারা। নিরাপত্তার সন্ধানে নিজ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছেন বহু মানুষ।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, ১৪ হাজারের বেশি শিশু অপুষ্টিতে ভুগছে। গোলাবর্ষণে ওষুধজাতীয় খাবারের চৌদ্দ হাজার পাঁচশো কার্টন নষ্ট হয়েছে। যেগুলো ছয় থেকে আট সপ্তাহের শিশুদের কাছে পৌঁছে দেয়ার জন্য প্রস্তুত করা হয়েছিল। এই সংঘর্ষ বহু শিশুর জন্য হুমকি হয়ে উঠেছে।
জাতিসংঘের শরণার্থী সংস্থার তথ্য অনুযায়ী, ১৫ এপ্রিল সহিংসতা শুরু হওয়ার পর থেকে ১ লাখ ৬৪ হাজারের বেশি মানুষ চাদ, মিশর, ইথিওপিয়া, লিবিয়া এবং দক্ষিণ সুদানে আশ্রয় নিয়েছে। এই সহিংসতায় পাঁচশোর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।