২৪ ঘন্টা পরে সেই গর্ত থেকে গোখরো সাপ ধরেছে গুনিন
হাফিজুর রহমান শিমুলঃ
২৪ ঘন্টা পরে সেই গর্তথেকে বিষধর গোঁখরো সাপ ধরেছে গুনিন। শনিবার (১৩ মে) বিকাল ৩ টায় কালিগঞ্জ উপজেলার হোগলা গ্রামের পিয়ার আলীর ছেলে সিরাজুল ইসলামের দংশনকারী গোঁখরা সাপটি গর্তখুড়ে ধরা হয়েছে। স্বস্তি ফিরে এসেছে চাঁচাই ঋষিপাড়াসহ হোগলা গ্রামের মানুষের। কেনোনা গেলো ২৪ ঘন্টা ঐ এলাকায় সাপ আতংকে ছিল সাধারণ মানুষ।
উল্লেখ্য যে, শুক্রবার (১২ মে) তার বাড়ির পাশে পাটখেতে পানি দেওয়ার সময়ে সিরাজুল ইসলামকে সাপে দংশন করে। স্থানীয় গুনিন মিয়ারাজ হোসেন তাকে চিকিৎসার নামে ভন্ডামীর একপর্যায়ে রাত সাড়ে ৭ টার দিকে হাসপাতালে নেওয়ার পরামর্শ দেয়। ততক্ষণে নিথর হয়ে পড়ে (মৃতপ্রায় ৩ সন্তানের জনক) সিরাজুল। তার নিকটজন হাসপাতালে নেওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মুত ঘোষনা করে। শনিবার সকাল ১০ টায় শতশত মানুষের অংশগ্রহনে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।