খেলা সম্প্রচারে নিজস্ব চ্যানেল খুলবে বিসিবি
অনলাইন ডেস্ক:
বিদেশের মাটিতে বাংলাদেশি চ্যানেলগুলোর খেলা সম্প্রচারে অনীহা নতুন কিছু নয়। যার ধারাবাহিকতায় চলমান আয়ারল্যান্ড সিরিজেও বাংলাদেশি কোনো চ্যানেলে দেখানো হচ্ছে না খেলা। আর বারবার দেশি চ্যানেলগুলোর এমন অনীহা দেখে বিরক্ত বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। অদূর ভবিষ্যতে নিজস্ব চ্যানেল খুলে খেলা সম্প্রচারের ভাবনায় বিসিবি।
গতকাল শুক্রবার (১২ মে) ইংল্যান্ডের চেমসফোর্ডে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পাপন জানান,‘আসলে দেশের বাইরে খেলা হলে স্বাগতিক বোর্ডের ওপর নির্ভর করে। আমাদের তেমন কিছু করার থাকে না। আমরা চাই আমাদের দেশে দেখাক। আর কেউ যদি না দেখায় তাহলে তো আর কিছু করার নেই। আমাদের কাছে দুটো অপশন ছিল। এটা হলো বিসিবি ইউটিউব চ্যানেলে আমরা দিয়ে দেওয়ার, যা আমরা শুরু করেছি। দ্বিতীয়টি বিসিবির নিজস্ব একটি চ্যানেল নিতে হবে। এছাড়া তো আর কোনো উপায় দেখছি না’।
পাপন আরও জানান, “আমরা যখন এই বিষয়ে কার্যক্রম শুরু করব, তখন দেশি চ্যানেলগুলো বলবে যে তারাও দেখাতে চায়। আমরা চ্যানেল করেছি খেলা দেখানোর জন্য। একবার-দুবার ঠিক আছে, তৃতীয়বারের জন্য তো আর আমরা অপেক্ষা করতে পারব না। ওরা যদি না পারে তাহলে আমরা চ্যানেল খুলে ঘরোয়া-আন্তর্জাতিক সব খেলা দেখাব।”
ঘরের মাঠে খেলা হলে তা দেখতে সমস্যায় পড়তে হয় না বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের। কারণ কোনো না কোনো টিভি চ্যানেল সম্প্রচার করে। তবে গত তিন বছরে সমস্যাটা তৈরি হচ্ছে শুধু বিদেশের মাটিতে সিরিজগুলোতে। যার কারণে বাংলাদেশ থেকে সমর্থকদের খুঁজতে হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্ম।