আর্থিক অনিয়মের দায়ে বার্সেলোনাকে জরিমানা
অনলাইন ডেস্ক:
এমনিতেই আর্থিক সঙ্কটে রয়েছে স্প্যানিশ ক্লাব এফসি বার্সেলোনা। অর্থ সংকটের কারণে খেলোয়াড় কিনতে হিমশিম খেতে হচ্ছে ক্লাবটিকে। এমন অবস্থায় নতুন করে দুঃসংবাদ পেয়েছে ক্লাবটি। আর্থিক অনিয়মের অভিযোগে বার্সেলোনাকে জরিমানা করেছে স্পেনের কর কর্তৃপক্ষ।
গতকাল বৃহস্পতিবার (১১ মে) জনপ্রিয় ফুটবলভিত্তিক ওয়েবসাইট গোল ডটকমের প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সাল থেকে ক্লাবটির কিছু খেলোয়াড় কেনা-বেচাসহ আর্থিক অনিয়মের অভিযোগে তদন্ত শুরু করে হ্যাসিন্ডা নামে একটি ট্যাক্স এজেন্সির তদন্ত কমিটি। পরবর্তীতে তদন্ত রিপোর্টে অভিযোগের সত্যতা পাওয়ায় ১৫.৭ মিলিয়ন ইউরো জরিমানা করা হয় স্প্যানিশ ক্লাবটিকে।
সাবেক দুই খেলোয়াড় আর্দা তুরান ও অ্যালেক্স সংকে দেওয়া অর্থের তথ্যে গড়মিল পাওয়া যায় সেই প্রতিবেদনে। জানা যায়, দুই পক্ষের ক্ষতিপূরণের জন্য দেওয়া অর্থের পরিমাণও গোপন রাখে বার্সা। শুধু তাই নয় খেলোয়াড় ও স্টাফদের ধারের মাধ্যমে অডি গাড়ি দেওয়া ও চার্টার্ড ফ্লাইটের খরচেরও তথ্যেও রয়েছে বেশ গড়মিল।
বার্সেলোনার আর্থিক সংকটের বিষয়টি নতুন নয়। করোনা মহামারির সময় থেকে এখনও আর্থিক সংকটে ভুগছে বার্সেলোনা। তার ওপর গুঞ্জন রয়েছে চলতি মৌসুমে মেসির মতো তারকাকে দলে ভেড়াতে চায় ক্লাবটি। অবশ্য বার্সেলোনার বিরুদ্ধে এমন অনিয়মের অভিযোগ নতুন নয়। বার্সেলোনার বিরুদ্ধে রেফারিকে পক্ষে রাখতে ঘুষ প্রদানের অভিযোগও রয়েছে। সেই মামলার বিচার কার্যক্রম চলমান রয়েছে এখনও।