‘মেসি সর্বকালের সেরা ফুটবলার’
স্পোর্টস ডেস্ক:
প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) ও লিওনেল মেসির সম্পর্ক এখন সুতোই ঝুলছে। আগামী ৩০ জুন ফরাসি ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে লিওর। এর আগেই ক্লাবটি থেকে নিষেধাজ্ঞা পেয়ে দু’পক্ষের সম্পর্ক আরো অবনতির দিকে। অনেকেরই ধারণা, আগামী মৌসুমে নতুন ঠিকানায় পাড়ি জমাবেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক।
মেসির সম্ভাব্য ক্লাব হিসেবে আল-হিলাল ও ইন্টার মিয়ামির সঙ্গে বার্সেলোনার নামও উঠে আসছে। যদিও পারিশ্রমিকের বিবেচনায় পিএসজির থেকে ৭৫ শতাংশ কম বেতনে লিওকে পেতে চায় কাতালানরা। সব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে সাবেক ক্লাবে মেসি ফিরবেন কিনা সেটি সময় বলবে।
এদিকে মেসির যখন বার্সেলোনায় ফেরা নিয়ে চলছে গুঞ্জন, সেই রোমাঞ্চ ছুঁয়ে যাচ্ছে পেপ গার্দিওলাকেও। ইএসপিএন আর্জেন্টিনাকে দেওয়া সাক্ষাৎকারে এই বার্সেলোনা গ্রেট বললেন, ‘বার্সেলোনার জার্সিতে নিজেদের মাঠ থেকে মেসির সম্মানজনক বিদায় দেখতে চান তিনি।’
তিনি বলেন, ‘আমি বার্সেলোনার ভক্ত, ক্লাবের একজস সদস্য হিসেবে ক্যাম্প ন্যুয়ে আসন আছে এবং আমার স্রেফ আশা, একদিন যেন তাকে প্রাপ্য বিদায় জানাতে পারি। সে সর্বকালের সেরা ফুটবলার।’
গার্দিওলা বলেন, ‘গত এক যুগ বা এই সময়ে বার্সেলোনার সাফল্যের বিস্ফোরণ হয়েছিল এবং সেটা তাকে ছাড়া সম্ভব হতো না। আমি স্রেফ তার রেকর্ড-সংখ্যা, এসবের কথা বলছি না, বরং মাঠে খেলায় তার সম্পৃক্ততা, তার সৌন্দর্য, কার্যকারিতা, মাঠময় বিচরণ, সবকিছু মিলিয়েই।’