কলারোয়ায় অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহারে সচেতনতামূলক সভা
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি:
কলারোয়ায় অগ্নিনির্বাপক যন্ত্র (ফায়ার এক্সটিংগুইশার) ব্যবহারের লক্ষে সচেতনতামূলক এক সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে অনুষ্ঠিত এ সভায় উপজেলার সকল অফিস, ব্যবসা, শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানে তাৎক্ষণিক আগুন নেভানো বা নিয়ন্ত্রণের জন্য অগ্নিনির্বাপক যন্ত্র রাখা ও এর ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়। এ বিষয়ে সকলকে সচেতন করতে উপজেলা প্রশাসন থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কথা বলা হয়।
উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আলোচনা করেন সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা, কলারোয়া ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা প্রকৌশলী সুদীপ্ত কর দীপ্ত, যুব উন্নয়ন কর্মকর্তা নির্মল কান্তি মন্ডল, সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, জনস্বাস্থ্য উপ-প্রকৌশলী প্রশান্ত পাল, কলারোয়া হোমিওপ্যাথিক কলেজের অধ্যক্ষ ডাক্তার আব্দুল বারিক প্রমুখ।