জন্মদিনে জীবন পেয়ে মুশফিকের হাফ সেঞ্চুরি
অনলাইন ডেস্ক:
জীবনের ৩৬ বসন্ত পার করে ৩৭ বছরে পা রাখলেন মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম। জন্মদিনে খেলছেন আয়ারল্যান্ডের বিপক্ষে। ম্যাচটিতে ১৯ রানে ব্যাটিংয়ের সময়ে জীবন পান মুশফিক। আর সেই সুযোগ কাজে লাগিয়ে ওয়ানডে ক্যারিয়ারের ৪৪তম হাফ সেঞ্চুরি তুলে নিলেন তিনি।
মঙ্গলবার (৯ মে) বিকেল পৌনে ৪টায় ইংল্যান্ডের চেমসফোর্ডে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে মাঠে নামে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। ম্যাচটিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি। এই মুহূর্তে বাংলাদেশের সংগ্রহ ৪৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০৭ রান।
প্রথমে ব্যাটিংয়ে নেমে একের পর এক উইকেট হারাতে থাকে বাংলাদেশ। দলের পক্ষে থিতু হওয়ার চেষ্টা করেছেন সাকিব আল হাসান (২১ বলে ২০ রান), নাজমুল হোসেন শান্ত (৬৬ বলে ৪৪ রান) ও তাওহিদ হৃদয় (৩১ বলে ২৭ রান)। তবে গুরুত্বপূর্ণ মুহূর্তে আউট হয়েছেন এই তিন ব্যাটসম্যানই।
এদিক থেকে এগিয়ে রয়েছেন মুশফিকুর রহিম। মাঠে নামার আগেই ভক্তরা জন্মদিনের শুভেচ্ছা জানানো শুরু করেন। ব্যানার কিংবা প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রিয় তারকাকে অনুপ্রেরণা দেন সমর্থকেরা। তবে মুশফিক অন্যদের মতই আউট হওয়ার দারপ্রান্তে চলে গিয়েছিলেন।
৩০.৪ ওভারে কার্টিস ক্যাম্ফারের বলে পয়েন্টে দাঁড়ানো হ্যারি টেক্টরের হাতে ক্যাচ তুলে দেন মুশফিক। তবে সহজ ক্যাচটি হাতে রাখতে পারেননি টেক্টর। জীবন পেয়ে ১৯ রানের ইনিংসকে টেনে হাফ সেঞ্চুরিতে রূপ দেন মুশফিক। ৫০ রান করতে মুশফিকের খরচ হয়েছে ৬৩ বল।