কলারোয়ায় বিশ্বকবির ১৬২তম জন্মজয়ন্তী উদযাপন
জুলফিকার আলী:
কলারোয়ায় নৃত্য ও সাংস্কৃতিসহ নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মোৎসব পালিত হয়েছে। সোমবার (৮ মে) বিকেলে রবীন্দ্রনাথের ১৬২তম জন্মজয়ন্তী পালন উপলক্ষে এক সংস্কৃতি ও আলোচনা সভার আয়োজন করেন কলারোয়া উপজেলা শিল্পকলা একাডেমি। যেখানে আলোক প্রজ্বলন, নৃত্য প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া উপজেলা প্রশাসন নানা আয়োজনে বিশ্বকবির জন্মবার্ষিকী উদযাপন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস, সহকারী কমিশনার (ভুমি) তাহমিনা সুলতানা নীলা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবুল হোসেন মিয়া, উপজেলা মৎস্য অফিসার রবীন্দ্র নাথ মন্ডল, উপজেলা শিক্ষা কর্মকর্তা এইচএম রোকোনুজ্জামান, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা: সাইফুল ইসলাম, উপজেলা সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, উপজেলা সহকারী শিক্ষা,কর্মকর্তা মাসুদুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এসএমএ সোহেল,মউপজেলা খাদ্যগুদাম কর্মকর্তা মমতাজ পারভীন, কলারোয়া পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার আলী, উপজেলা নির্বাহী অফিসারের বেঞ্চসহকারী বেনজির হোসেন, বেলাল হোসেন প্রমূখ।