শ্যামনগরে অসহায় পরিবারের বন্দোবস্তের জায়গায় নতুন কাগজ করার পায়তারার
শ্যামনগর প্রতিনিধিঃ-
শ্যামনগরে অসহায় পরিবারের বন্দোবস্তের জায়গায় নতুন কাগজ করার পায়তারার অভিযোগ উঠেছে ৷
উপজেলার রমজাননগর গ্রামের রেফাজউদ্দীন শেখের ছেলে সাহাজান শেখ প্রায় দুইযুগ ধরে রমজাননগর উত্তর পাড়া নদীর চরভরাটি জায়গায় ৯৭ শতক জায়গার মধ্যে আটান্ন শতক জমিতে মৎস্য ঘেরী এবং বাকি ৩৯ শতক জমিতে ভিটাবাড়ী তৈরি করে বন্দোবস্ত গ্রহনে ভোগ দখল করে আসছে ৷
একই এলাকার সুরমান কাগুজীর ছেলে ভাটার সরদার এবাদুল কাগুজী গোপনে অর্থের বিনিময়ে এসিল্যান্ড থেকে বন্দোবস্ত নেওয়ার পায়তারার অভিযোগ তুলেছেন সাহাজান ৷
সাহাজান বলেন, আমি ২০০৮ সালে রমজাননগর মৌজার নদীর চর ভরাটি ১নং খাস খতিয়ানের জমি বন্দোবস্ত গ্রহন করি ৷ গ্রহনের পর আমার বয়সের ভারে মৎস্যঘেরীটি দেখাশোনার লোক না পেয়ে আমি এবাদুল সরদারের কাছে ইজারা দেই ৷ এবাদুল এখন হারি দেয়না ৷ এবাদুল এখন তার জমি বলে তাড়িয়ে দিয়েছে ৷
এবাদুল কাগুজী বলেন, আমি জমিটি ৩ লাখ টাকায় তার কাছ থেকে কিনেছি ৷
বিষয়টি নিয়ে কৈখালী তহশিলদার আইনুল হোসেন বলেন, না দেখে বিষয়টি বুঝতে পারছি না ৷ আপনি বলেছেন, আমরা বিষয়টি দেখবো ৷
Please follow and like us: