নলতায় নকল সার্টিফিকেট ব্যবসায়ীকে আটক করেছে র্যাব
নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জের নলতায় সামি টেলিকম নামের একটি কম্পিউটারের দোকানে অভিযান চালিয়ে ভুয়া সার্টিফিকেটসহ দুই জনকে আটক করেছে র্যাব।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৮ মে) দুপুরে র্যাবের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে। এসময় তাদের কম্পিউটারে জাল সার্টিফিকেট ও তৈরি করার বহু নমুনা পাওয়া যায়।
আটককৃত ব্যক্তিরা হলেন কালিগঞ্জ উপজেলার নলতার কাশিবাটি আব্বাসের হাটখোলা এলাকার লিয়াকত সরদারের পুত্র সামি টেলিকমের পরিচালক পলাশ সরদার ও কর্মচারী কাজলা গ্রামের আমজাদের পুত্র হাসান।
অভিযান শেষে র্যাব জানায়, আটক পলাশ সরদার অর্থের বিনিময়ে ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের নকল সার্টিফিকেট তৈরি করে আসছিলো। তাদের হাতে বানানো এই ভুয়া সার্টিফিকেটগুলো অনেক মানুষের কাছে চলে গেছে। ফলে আসল সার্টিফিকেটধারীরা এই নকল সার্টিফিকেট কেনা ব্যক্তিদের কাছে প্রতিবন্ধক হচ্ছেন।