কলারোয়ায় প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব পেল ৪১৪ জন শিক্ষার্থী
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি:
কলারোয়ায় মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব (ট্যাবলেট) পেল ৪১৪ জন মেধাবী শিক্ষার্থী। ঘরে বসে ডিজিটাল শিক্ষা গ্রহণের সকল সুযোগ হাতের মুঠোয় পাওয়ায় শিক্ষার্থীরাও ভীষণ খুশি। রোববার সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিস আয়োজিত এ ট্যাব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-১ তালা-কলারোয়ার সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা তাহের মাহমুদ সোহাগ।
এ ট্যাব বিতরণী অনুষ্ঠানে আলোচনা করেন ও উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খান চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর মস্তাফিজুর রহমান, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হারুন-অর- রশিদ, সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমান উল্লাহ আমান, ইউপি চেয়ারম্যান স.ম মোরশেদ আলি, রবিউল হাসান, অধ্যাপক এমএ কালাম, প্রধান শিক্ষক নুরুল ইসলাম, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, প্রধান শিক্ষক আব্দুল আলিম, প্রধান শিক্ষক জাকির হোসেন, মাদ্রাসা প্রধান রেজাউল করিম, বজলুর রহমানসহ সাংবাদিক ও সুধিজন।
জানা গেছে, উপজেলার এমপিওভুক্ত ৪৩ টি মাধ্যমিক বিদ্যালয় ও ২৬ টি মাদ্রাসার ৪১৪ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে এ ট্যাব বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালন করেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান।