দক্ষিণ কোরিয়ায় মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত
অনলাইন ডেস্ক:
দক্ষিণ কোরিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। শনিবার (৬ মে) প্রশিক্ষণ চলাকালীন সময় বিমানটি দুর্ঘটনায় পতিত হয় বলে জানিয়েছে দেশটির বিমানবাহিনী। খবর সিএনএনের।
যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বিমানটি ৮ম ফাইটার উইংয়ের অন্তর্ভুক্ত ছিল। স্থানীয় সময় সকাল ৯টা ৪৫ মিনিটে বিমানটি ওসান বিমান ঘাঁটির কাছের একটি কৃষি অঞ্চলে বিধ্বস্ত হয়।
প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার সময় পাইলট নিরাপদে বের হয়ে যেতে সক্ষম হন। তাকে চিকিৎসার জন্য নিকটবর্তী একটি হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় কোনো বেসামরিক মানুষ হতাহত হয়নি।
দক্ষিণ কোরিয়ার জিয়োঙ্গি প্রদেশের গভর্নর কিম ডং-ইয়োন টুইটারে জানিয়েছেন, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর সেটিতে আগুন ধরে যায়। আগুন নেভাতে দ্রুত স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়।
নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে বিমানটি ফ্লাইটে অংশ নিয়েছিল বলে জানা গেছে। তবে কী কারণে এটি বিধ্বস্ত হয়েছে এখনও জানা যায়নি। কারণ খুঁজতে তদন্ত চলছে বলে বিমানবাহিনী জানিয়েছে।
ওসান বিমান ঘাঁটিটি উত্তর কোরিয়ার সবচেয়ে কাছে অবস্থিত মার্কিন ঘাঁটি। এর অবস্থান উত্তর কোরিয়ার সীমান্ত থেকে মাত্র ৪০ মাইল (৬৪ কিলোমিটার) দূরে।