সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী নির্বিঘ্নে কাজ করছে: আইজিপি
অনলাইন ডেস্ক:
জঙ্গিবাদ ও সন্ত্রাস মোকাবিলায় বাংলাদেশ পুলিশ এখন পুরোপুরি সফল দাবি করে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ভয় পাওয়ার কিছুই নেই। আমরা অনেক দেশের চেয়ে ভালো আছি। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী নির্বিঘ্নে কাজ করে যাচ্ছে।
বৃহস্পতিবার (৪ মে) সকালে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধবিহার পরিদর্শনে গিয়ে সার্বিক আইনশৃঙ্খলা সংক্রান্ত ব্রিফিংয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এসব কথা বলেন।
আইজিপি বলেন, যখনই যেখানে কোনো ঘটনা সংঘটিত হচ্ছে, প্রতিটি ঘটনার যথাযথ ব্যবস্থা আমরা নিচ্ছি। প্রতিটি ঘটনাতেই আমাদের সাফল্য রয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, আপনারা লক্ষ করলে দেখবেন যে; আমরা প্রতিটি ঘটনার ব্যবস্থা নিচ্ছি। হঠাৎ করে কোনো অপরাধ বেড়ে গেলে দেখবেন যে, আগের মাসের চেয়ে পরের মাসে কমে এসেছে। এভাবে সব অপরাধের ঘটনাই কমার একটা প্রবণতা দেখতে পাবেন।
চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, রোহিঙ্গা ক্যাম্পে অপরাধপ্রবণতা বাড়লেও, তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। অপরাধপ্রবণতা একটু বেড়ে গিয়েছিল। শিগগিরই আবার নিয়ন্ত্রণে চলে আসবে। শৃঙ্খলা নষ্ট করতে চাইলে কাউকেই ছাড় দেয়া হবে না।