শ্যামনগরে চুনা বেড়িবাঁধের ইট ও বালু বিক্রি হয় নিরবে
আশিকুজ্জামান লিমন, শ্যামনগর:
শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়নের চুনার বেড়িবাঁধের সরকারি ইট ও বালু বিক্রি হয়ে যাচ্ছে নিরবে। সংস্কারের সুযোগকে কাজে লাগিয়ে বেশ কিছুদিন ধরেই ইট ও বালু বিক্রি করা হচ্ছে বলে জানান স্থানীয়রা।
তাদের দেওয়া তথ্য অনুযায়ী গতকাল বিকেলে সরজমিনে গিয়ে দেখা গেছে যে, জবেদ গাজীর ছেলে আনার,বাক্কার গাজীর ছেলে গফফার, আঃ মাজেদ ও সুরাত গাজীর ছেলে নুরুজ্জামানসহ তার পরিবারের সদস্যদের রাস্তার বালু নিয়ে যাচ্ছে। সরকারি মাল কেন নিয়ে যাচ্ছেন এমন প্রশ্নের জবাবে বলেন, টাকা দিয়ে কিনে নিয়েছি বাড়িতে নিয়ে যাব। রাস্তার মালামাল বিক্রয় হয়েছে কিনা জানতে চাইলে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম আব্দুর রউফ বলেন, রাস্তার মালামাল বিক্রয়ের প্রশ্নই ওঠেনা। যদি কেউ এটা করে থাকে তাহলে চরম অন্যায় করেছে ৷ আমি বিষয়টা দেখতেছি। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আশ্বাস অনুযায়ী দীর্ঘক্ষণ দেখার পর কোন প্রতিকার না পাওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন এর কাছে বিষয়টি জানানো হয়। তিনিও বিষয়টি দেখবেন বলে সাংবাদিকদের জানান।
উল্লেখ্য সংশ্লিষ্টদের আশ্বাসের ভিড়ে ভোররাত থেকে রাস্তার ইট নিয়ে যাওয়া শুরু হয়েছে। আশ্বস্ততা ছেড়ে ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন সুশীল সমাজ ও এলাকাবাসী। তারা বলেন সরকারি সম্পত্তি রক্ষা হোক, একই সাথে যারা এটি নিয়ে ব্যবসা খুলে বসেছেন তাদেরকে বিচারের আওতায় আনা হোক।