বুধহাটায় সড়ক দখলে নিয়ে গাছ লাগানোর অভিযোগ
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা):
আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের শ্বেতপুর গ্রামে সড়ক দখলে নিয়ে গাছ ছাগানোর অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগি এলাকাবাসী।
শ্বেতপুর গ্রামের আবু তাহেরের দোকানের মোড় থেকে নওয়াপাড়া গ্রামের ছিয়ামুদ্দিনের বাড়ি মেইন সড়ক পর্যন্ত সড়কটি এলাকাবাসীর কাছে খুবই প্রয়োজনীয় একটি সড়ক। এ সড়ক দিয়ে বিলের ফসল পরিবহনসহ এলাকার মানুষ স্বল্প সময়ে যাতয়াতের জন্য সাইকেল, মটর সাইকেল, ভ্যানগাড়ী ব্যবহার করে যাতয়াত করে থাকে। সড়কের শ্বেতপুর গ্রামের নিজামুদ্দিন সরদারের বাড়ির কাছে প্রায় ৫০ হাত মূল রাস্তার মাটি খুড়ে একই গ্রামের মৃত জব্বার সরদারের ছেলে আনারুল ইসলাম সেখানে কলাগাছ ও সজিনা গাছ লাগানো হয়েছে। রাস্তার স্লোবের মাটি কেটে ইতিপূর্বে জমিতে ঢুকিয়ে নেওয়ার পর মূল রাস্তা দখলে নিয়ে গাছ লাগানোয় মানুষের মনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এসব কলাগাছের তেড় (চারা) বের হয়ে আস্তে আস্তে সড়কটিকে আরও সংকীর্ণ করে ফেলবে। বিষয়টি সহকারী কমিশনার (ভূমি) অফিসকে এলাকাবাসীর পক্ষ থেকে অবহিত করা হয়েছে।
এব্যাপারে আনারুল ইসলামের সাথে সাংবাদিকদের পক্ষ থেকে মোবাইলে কথা বললে তিনি জানান, তিনি একাই নয় আরও অনেকে রাস্তার স্লোব দখল করেছে। তিনি দখলকৃত স্থানের গাছ সরিয়ে নেবেন বলে জানান।