মেট্রোরেলে ঢিল : মামলার প্রতিবেদন ৭ জুন দাখিলের নির্দেশ

অনলাইন ডেস্ক:

ঢিল ছুড়ে মেট্রোরেলের একটি কোচের জানালার কাচ ভেঙে যাওয়ার ঘটনায় করা মামলার প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৭ জুন দিন ধার্য করেছেন আদালত। আজ মঙ্গলবার (২ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্ত ইসলাম মল্লিক এই আদেশ দেন।

আদালতে কাফরুল থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা(জিআরও) রয়েল গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, ‘আজ আদালত মামলার এজাহার গ্রহণ করে প্রতিবেদন দাখিলের জন্য এই দিন ধার্য করেছেন।’

এজাহারে বাদীর অভিযোগ থেকে জানা যায়, গত ৩০ এপ্রিল বেলা ১১টা ৪৫ মিনিটের সময় স্টেশন কন্ট্রোলারের (মিরপুর-১০) মাধ্যমে সামিউল জানতে পারেন, আগারগাঁও থেকে উত্তরা উত্তরগামী মেট্রো ট্রেন কাজীপাড়া স্টেশনে প্রবেশের পূর্ব মুহূর্তে স্টেশনের পূর্ব কাজীপাড়ার পূর্বপাশ থেকে অজ্ঞাতপরিচয়ের কেউ বা কয়েকজন মেট্রোরেলে ঢিল ছোড়ে। মেট্রোরেলের ক্ষয়ক্ষতি ও যাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত করার জন্য ঢিল নিক্ষেপ করা হয়। এতে মেট্রোরেলের একটি জানালার গ্লাস ভেঙে যায়। এতে ক্ষতির পরিমাণ অনুমানিক ১০ লাখ টাকা।

এজাহারে আরও বলা হয়, এই মামলার বাদী তাৎক্ষণিকভাবে কাজীপাড়া স্টেশনে উপস্থিত হয়ে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করেন। তিনি একজন প্রত্যক্ষদর্শী ও মেট্রো ট্রেনের অপরাপর কর্মচারীদের কাছ থেকে জানতে পারেন, গত ৩০ এপ্রিল বেলা আনুমানিক ১১টা ৫ মিনিটের দিকে কাফরুল থানার কাজীপাড়া স্টেশনে প্রবেশের মুখে (পূর্বপাশ) রেলওয়ে ট্র্যাকের ওপর অজ্ঞাতপরিচয় আসামি বা আসামিরা পূর্ব পাশ থেকে ঢিল ছোড়ে উত্তরা উত্তরগামী মেট্রো ট্রেনের (রেক-৪) তৃতীয় কোচের জানালার একটি গ্লাস ভেঙে ফেলে। এরপর বাদী বিষয়টি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করি।’

এদিকে, আজ মঙ্গলবার সকালে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এনটিভি অনলাইনকে বলেন, ‘গত রোববার মেট্রোরেলে ঢিল ছোড়ার ঘটনা ঘটে। গতকাল সোমবার মামলা হয়েছে। মামলার পর আমরা ঘটনাস্থলে যাই। রাজধানীর কাজীপাড়া ও শেওড়াপাড়ার মাঝামাঝি স্থান থেকে দুপুরে ঢিল ছোড়ার ঘটনা ঘটে। মেট্রোরেল আইন-২০১৫ অনুসারে করা এ মামলায় একাধিক অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।’

ওসি বলেন, ‘ঢিল ছোড়ার ঘটনায় যিনি বা যারা জড়িত, তাদের ধর‍তে পুলিশ, ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি), র‌্যাপিড আ্যকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও অপরাধ তদন্ত বিভাগসহ (সিআইডি) আরও কয়েকটি ইউনিট কাজ করছে। দ্রুতই আমরা আসামিকে গ্রেপ্তার করে ফেলব বলে আশা করছি।’

হাফিজুর রহমান আরও বলেন, ‘ওই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা যায়নি। আমাদের ধারণা, পাঁচ-ছয় তলা ভবন থেকে এ ঢিল ছোড়া হতে পারে। এ ধরনের ঘটনা নাকি মাঝেমধ্যেই ঘটে। এমনটাই জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।’

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)