ইংল্যান্ডের পথে তামিম-মিরাজরা
স্পোর্টস ডেস্ক:
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আগামী ৯, ১২ ও ১৪ মে ইংল্যান্ডের চেমসফোর্ডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
এ লক্ষ্যে সোমবার সকাল সোয়া দশটার দিকে ইংল্যান্ডের বিমান ধরেছেন তামিম-মিরাজরা। এটি টিম টাইগার্সের দ্বিতীয় বহর। এর আগে রোববার রাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানমন্দর ত্যাগ করেন টাইগারদের আরেক বহর।
মূলত বিশ্বকাপ সুপার লিগের শেষ সিরিজ খেলতে ইংল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা।
রোববার রাত ১:৪০ মিনিটে ক্রিকেটারদের প্রথম বহরে নাজমুল হোসেন শান্ত ও ইয়াসির আলী রাব্বিসহ টাইগারদের কোচিং স্টাফরা ঢাকা ছাড়েন। তবে গতকাল না গেলেও আজ (১ মে) সকালে দলের বাকি সদস্যদের সঙ্গে ইংল্যান্ডে রওনা হয়েছেন টাইগার দলপতি তামিম ইকবাল।
এদিকে পারিবারিক কারণে আইপিএল থেকে দেশে ফেরা লিটন কুমার দাস ২ মে ইংল্যান্ডের বিমান ধরতে পারেন। দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলে থাকা বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের একই দিন ভারত থেকে ইংল্যান্ডের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।
আয়ারল্যান্ড সিরিজের আগেই যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে থাকা টেস্ট ও টি-২০ অধিনায়ক সাকিব আল হাসান ইংল্যান্ডে দলের সঙ্গে যোগ দেবেন।
ইল্যান্ডে বাংলাদেশের পুরো দল পৌঁছাবে আজ-কালকের মধ্যেই। ওয়ানডে সিরিজের আগে হবে একটি প্রস্তুতি ম্যাচ। ৫ মে অনানুষ্ঠানিক ম্যাচটি ক্লোজডোর স্টেডিয়ামে খেলবে দুই দল।
বাংলাদেশ স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী রাব্বি, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও মৃত্যুঞ্জয় চৌধুরী।